৫ তারিখে রিলিজ হল গুগলের ফোন নেক্সাস ওয়ান । কিন্তু আমরা অনেক সৌভাগ্যবান এত জলদি আমাদের বাজারে আসবে না এটি ! তাও আবার দাম মাত্র ৫৩০ ডলার !! তাই আমাদের (সবার না হলেও, আমারতো বটেই) কেনার ঝামেলা নেই । কিন্তু তবুও যদি মন না মানে তাহলে দুধের স্বাদ কিছুটা মেটাতে পারেন পানিতে অর্থাৎ রিংটোন ও ওয়াল পেপারে (ফোনটা দুধ হলে রিংটোনগুলো নিশ্চয়ই ঘোল হবে না) ।
ওয়ালপেপার
রিংটোন OGG ফরম্যাট
রিংটোন MP3 ফরম্যাট
সবগুলোর স্কাই ড্রাইভ ঠিকানা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।