অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি
আবার শুরু হইছে, হরে ভাই, অরপি খারাপ, চরম খারাপ। তো! স্কুপ নিউজ হিসাবে কিছু বাইরাইছে, নাকি আমি যা কিছু স্বীকার গেছি তার ভিত্তিতে এই ফালাফালি। মুনাফিক হইলেও ভাগ্যিস তোরা এই জমানার, নাইলে তো নিজামউদ্দিন আওলিয়ারে তোরা ডাকাইতই কইতি। এই পর্যন্ত আমার যা কিছু বদ, সব আমি বুক ফুলাইয়া স্বীকার গেছি। হ ভাই, আমি এই এই আকাম করছি (যদিও পড়লে মনে হইবো আমি বেশ প্রীত, আসলেও) ব্যাস যা হুনার আমার মুখেই হুনো, যাতে লোকে কইলে কইতারো যে নতুন কিছু কও- এইডি আমরা জানি।
আর এইবার দেখো খারাপের মধ্যে ভালো কিছু আছে কিনা। আমি কারো রোলমডেল হইতে চাই নাই কস্মিনকালেও, বর্তমান কিংবা ভবিষ্যতেও না। তয় আমি মাটি কামড়াইয়া লড়তারি। ফিরতি আঘাত কেমনে কি, সেইটা যে খাইছে সে জানে, জানার পর কিছু করার আছিল না। অত কথায় কাম নাই, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মাঠে আছি, বিচার শেষ হইলে ঘরে যামু।
তোরা নতুন নামে সুশীল সাইজা প্যাক ছিটা, ভালো ভালো কথার মইধ্যে বিভ্রান্তি ঢোকা। বাট ইফ আম নট ডেড, আই উইল উইন। ইটস কল্ড কনফিডেন্স, অ্যান্ড আই হ্যাভ ইট প্লেনটিফুলূ
বটমলাইন : পারলে ঠেকাইস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।