সমাজ থেকে কল্পিত দ্বন্দগুলো দূর হোক। ধরুন, দেশটা একটি গাড়ী
আর রাজনীতিবিদরা গাধা বা গরু যে কোন একটি প্রাণী,
আর সাধারণ জনগণ সেই গাড়ীর যাত্রী।
তাহলে বর্তমানে চলমান প্রক্রিয়াটা এমন-
গাড়ীতে, গাধা বা গরুগুলোকে অজানার দেশে টেনে নিয়ে যাচ্ছে, গাধা বা গরুতে কিন্তু গাড়ী টানছে না।
আর যাত্রীরা হ্যাঁ করে তাকিয়ে দেখছে গাধা-ঘোড়াগুলোতে গাড়ী কোনদিকে নিয়ে যায়।
সরকার মহাশয় (গাধা-ঘোড়ার একাংশ)বলছেন-আমার দেশটাকে টেনে সঠিক পথেই নিয়ে যাচ্ছি।
বিরোধী দলীয় মহাশয় (গাধা-ঘোড়ার আর-একাংশ) গাড়ী টানতে তো সহযোগিতা করছেই না বরং গাড়ীটাকে কিভাবে খাদে গর্তে ফেলে দেওয়া যায় সে চেষ্টা নিরন্তর করে যাচ্ছে।
হুজুররা বলছে-দেশে ধর্ম কর্ম নেই বলে গাড়ী খাদের দিকে যাচ্ছে এই বলে ভন্ডামীর চূড়ান্ত রুপ পরিগ্রহ করছে আর ইসলামকে হেফাজত করার নামে দেশটাকে আফগানের পথে নিয়ে যাওয়া চেষ্টা চালাচ্ছে।
মি. অনির্বাচীত সরকার বলছে-এই ভন্ডদের ফাঁসি না দিলে দেশনামক গাড়ীটা সঠিক পথে যাবেনা এবং গন্তব্যও খুঁজে পাবেনা।
দ্বিধাবিভক্ত যাত্রীগণের একদল বলছে, বিরোধী মহাশয় গাড়ীটা খাদে ফেলছে, আবার অন্য দল বলছে সরকার মহাশয় গাড়ী ভুল পথে পরিচালিত করছে।
আবার-কখনও কখনও গাধা বা গরুগুলোতে যাত্রীদেরপশ্চাতপদে বেহায়াপানার কাটি দিয়ে খোঁচা দিচ্ছে।
তাই দেখে গন্ডারের চামড়া পরিহিত যাত্রীগণ যে যৎসামান্য সুড়সুড়ির অনুভূতি পাচ্ছে তাতে
আরও হ্যাঁ ...............হ্যাঁ .....................হ্যাঁ করে হাসছে আর টকশো দেখছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।