আমাদের কথা খুঁজে নিন

   

রমনার বটমূলে বোমা হামলায় নিহত সেই ব্যক্তিদের পরিবার-পরিজনরা কেমন আছেন?

নির্জনতা ভালোবাসি

ইন্টারনেটে আজকের দৈনিক পত্রিকাগুলোতে চোখ বুলাতে বুলাতে একটা খবরে চোখ আটকে গেল। ২০০১ পহেলা বৈশাখের বোমা হামলার উপর। এখনও মামলা চলছে, সরকার পরিবর্তনের সাথে সাথে সাক্ষী-সাবুদ, চার্জশীটও পরিবর্তন-পরিবর্ধন, সবই চলছে, চলবে, চলুক। আমাদের মত বেনানা রিপাবলিক রাষ্ট্রের কাছ থেকে আমি নিরপেক্ষ বিচার ব্যবস্থার আশাও করিও না। এটা হতাশা না, এটা বাস্তবতা। যাক সে কথা। রমনার সেই দিনটার কথা মনে হলেই, আমার খালি মনে হয় সেই সকল নিহত বা চিরতরে পঙ্গু হওয়া সেই মানুষদের কথা। না, তারা তো সেইদিন আসেননি কোন রাজনৈতিক জনসভা সফল করতে। তারা আমাদের মতই সাধারণ মানুষ যারা মনের আনন্দে এসেছিল বর্ষবরণ করতে। আমরা কেউ কি মনে রেখেছি তাদের? কেমন আছেন তারা যারা চিরতরে পঙ্গু হয়েছেন? কেমন আছেন সেই দিন প্রান হারানো ব্যক্তিদের পরিবার-পরিজনরা? তাদের জীবনে পহেলা বৈশাখ কি আর কখনো কোনো আনন্দের দিন হবে? রাষ্ট্র কি কোনও খবর রেখেছে তাদের? সাংবাদিক ভাইরা কি কখনও খবর নিয়েছেন তাদের বা পরিবার-পরিজনদের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।