আমাদের কথা খুঁজে নিন

   

রমনার বটমূলে পৌষমেলা

বাঙালির ঘরে পৌষ আসে অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে। পৌষ মানে পিঠাপুলির স্বাদ, খেজুরের রস, আরও কত কিছু। ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ভিন্ন ধরনের আনন্দ ও উৎসাহ-উদ্দীপনায় এ পার্বণ হয়। বাংলার চিরায়ত এ পার্বণ ইট-সিমেন্টের ঢাকা শহরে আয়োজন পৌষমেলার। 'শহীদের রক্ত কনিকা থেকে জন্ম নেবে পৌষের শিশির বিন্দু'- স্লোগান নিয়ে গতকাল সকাল ৭টায় রমনার বটমূলে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে পৌষমেলা উদযাপন পরিষদ।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে শীতের তীব্রতাকে উপেক্ষা করে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মেলবন্ধনের এই মেলায় ছুটে আসে পৌষ ও বাঙালি সংস্কৃতি অনুরাগীরা। নাচ, গান, আবৃত্তি, পিঠা, মধু ও কুটিরশিল্পের স্টল দিয়ে সাজানো হয়েছে এই মেলা। কনকনে শীতের হিমেল পরশে গতকাল সকালে আইলা জ্বালিয়ে তিন দিনের এই পৌষমেলার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। উদ্বোধনকালে নাসির উদ্দিন ইউসুফ বলেন, চিরায়ত বাঙালির এই পৌষমেলা নগরের এই যান্ত্রিক জীবনেও সনাতনী মেলাকে স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, পৌষের এই মেলা সব সময় বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে মনে করিয়ে দেয়।

এরপর স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। পৌষমেলার ঘোষণায় বলা হয়, পৌষ মানে উৎসব। শীতের আমেজ নিয়ে পৌষ বাঙালির জীবনে সমৃদ্ধি নিয়ে আসে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আতিথেয়তার সৃষ্টি করে এই পৌষেই। পৌষ মিলনের কথা বলে ও অসাম্প্রদায়িকতার কথা বলে।

তিন দিনের এই আয়োজনের উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে রয়েছে পিঠার ৩৫টি স্টল, কুটিরশিল্পের ৮টি স্টল ও মধুর ৩টি স্টল। কাল রবিবার শেষ হবে তিন দিনের এই পৌষমেলা।

শিমুল মুস্তাফা একক আবৃত্তি অনুষ্ঠান : গতকাল বিকালে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হলো আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠান। 'আপস করিনি আমি এই হলো ইতিহাস' শীর্ষক এই আবৃত্তি অনুষ্ঠানে শিমুল মুস্তাফা একটানা ৪ ঘণ্টা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে শিল্পী তার নিজের সুললিত কণ্ঠের পরিবেশনায় মুগ্ধ করেন আবৃত্তি অনুরাগীদের। কাব্যিক ব্যঞ্জনা ও দরাজ কণ্ঠের সুবাদে এ সময় গোটা রবীন্দ্রসরোবর হয়ে ওঠে কাব্যময়।

মনজুরুল হকের একক আলোকচিত্র প্রদর্শনী : আজ বেঙ্গল শিল্পালয়ে শুরু হচ্ছে জাপান প্রবাসী সাংবাদিক মনজুরুল হকের 'শাশ্বত জাপান' শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর হিরোইউকি মিনামি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের।

প্রদর্শনীতে আলোকচিত্রের সংখ্যা ১৩০টি। আগামী ২৫ ডিসেম্বর শেষ হবে পাঁচ দিনের এই প্রদর্শনী।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।