আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সুবর্ণ চাতাল - রমনার রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান)

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। চারিদিকে জয় বাংলা শ্লোগানে মুখরিত করে তোলে আবাল-বৃদ্ধ-বনিতা; ছোট্ট শিশুটিকে বুকে চেপে চলে এসেছে রাস্তায় উদ্ভ্রান্ত জননী এক, গৃহবন্দী পিতার হাত ধরে চলে এসেছে কিশোরী আকাশ দেখার প্রত্যয় নিয়ে মুক্ত দেশে বুক ভরা নিশ্বাস নিতে; ক্লান্ত-শ্রান্ত শরীরের অভুক্ত মুক্তিযোদ্ধার উর্ধ্বমুখী রাইফেলের নল; জনস্রোত যেন- ঢাকার সমস্ত রাস্তায় বিজয়ের উচ্ছ্বাস, আবেগীত হৃদয়ের উল্লাস, আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে কালো রাজপথে কাঁপা কাঁপা স্বর অথচ কী তীব্রতায় উচ্চারিত হচ্ছে- জয় বাংলা, জয় বাংলা। এ শব্দ কাঁপিযে তুলছে বিশ্ব চরাচর, পরস্পর প্রশ্ন ছুড়ে দিচ্ছে না, এই বলে - কেমন আছো? কেমন ছিলে গত ন’মাস? জড়িয়ে ধরছে পরস্পর সবলে, কাঁধ ভিজিয়ে দিচ্ছে অশ্রু ধারায়, কাঁপা ঠোঁটে ঝংকৃত হচ্ছে মহাবল মন্ত্রের মতো- জয় বাংলা। মুক্তিযোদ্ধারা পরস্পর করমর্দন করে সম্ভাসন জানাচ্ছে- ‘জয় বাংলা’ স্বরে। এহেন পরিবেশের ভেতর দিয়ে হেটে যাচ্ছে তিরানব্বই হাজার কথিত দুর্ধর্ষ ডাকাত মাথা নিচু করে আমাদের সুবর্ণ চাতালে; যেখানে প্রোথিত করেছিলো স্বাধীনতার বীজমন্ত্র এক সফল কৃষক, যিনি ছিলেন আপাদমস্তক বাঙালি, বাঙালি মুক্তির জনক- শেখ মুজিব, বাঙালি মুক্তির শ্বাশ্বত প্রতিভা এক।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.