তোমাকে ছুঁয়ে দিলাম সংগোপনে
তোমাকে ছুঁয়ে দিলাম আলতো মনে
তোমাকে ছুঁয়ে দিলাম
তোমার তোমাকে...
ছুঁয়ে দিলাম দুই ঠোটেতে
খুব গোপনে ঐখানেতে
আরো দিলাম এলো চুলে
অনামিকা আঙ্গুলে
ছুঁইলাম ভালোবাসায়
এলোমেলো লোনা চোঁখে
ছুঁইলাম পিঁপাসায়
উল্টে পাল্টে ছুঁয়ে দিলাম
ছুঁয়ে ছুঁয়ে দুঃখ নিলাম
আবার একটু দুঃখ দিলাম
ছুঁয়ে দিবো এইখানেতে, সেইখানেতে, ঐখানেতে
যেমন ইচ্ছে তেমন করে
ছুঁয়ে দিবো সব খানেতে
আর কি চাও বলো, দিবো আজ
হৃদয়ের আছে যত কারুকাজ
তোমাকেই ছুঁয়ে দিবো
আমার তোমাকে….!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।