আমাদের কথা খুঁজে নিন

   

আসেন বেলুন উড়াই !!(বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এর কাছে আমার লেখা চিঠি)

যুদ্ধে আছি!! প্রিয় মতিউর আপনি যে বয়সে বিমান নিয়ে পাকিস্তান থেকে আকাশ পথে পালানোর চেষ্টা করছিলেন আমরা সেই বয়সে আপনার কাছ বেলুনে চিঠি লিখে আকাশে উড়িয়ে দিচ্ছি- আপনি বিমান উড়িয়েছিলেন আমরা বেলুন উড়াচ্ছি- আমরা ইসলামী ব্যান্ক ঘেরাও করতে পারছিনা সরি- বেলুন উড়িয়েছি! আপনার সামর্থ্য ছিল যুদ্ধ বিমানে-আমাদের সামর্থ্য বেলুনে!!ভাগ্যিস ৭১এ আপনাদের প্রজন্ম আমাদের মতো ছিল না.. কে জানে তাহলে হয় তো তখন আপনারা পাক আর্মিদের একটি করে বেলুন উপহার দিতেন আর সেই বেলুনে বাঁধা থাকত 'স্বাধীনতা চাই' লেখা একটি চিঠি.. অথবা গোল করে মোমবাতি জ্বালায়ে তার মাঝে বসে বলতেন 'এখানে বোমা মারিবেন না'.. আমাদের ক্ষ মা ক র বেন!আপ না কে কি ক রে বুঝাবো আমাদের অন্নেক কিছু খেয়াল রাখতে হয়!! আমাদের খেয়াল রাখতে হয় যাতে সাধীনতার স্বপক্ষের শক্তি এই ইস্যু নিয়ে আর একবার ক্ষমতায় আসতে পারে!!আমাদের খেয়াল রাখতে হয় যাতে ইসলামী ব্যাংক এর লোন এর টাকায় করা কারো ব্যবসা হুমকির মুখে না পরে!আমাদের খেয়াল রাখতে হবে যেন প্রয়োজন এর সময় নির্বাচন এ অংশ গ্রহণ এর জন্য উপযু ক্ত সংখ্যক "বিরোধী দল " পাওয়া যায়! ক্ষমা করবেন!!আমাদের অনেক কিছু ভাবতে হবে !!খেয়াল রাখতে হবে!!তবে ভাববেন না!!বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার হবেই!!!শপথ নিলাম!! এ প্রজন্মের এক মুক্তিযোদ্ধা সেক্টর নং -১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.