আমাদের কথা খুঁজে নিন

   

নতুন পাঠ্যবই সমাচার



সরকার এ বছর ১ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এনসিটিবি প্রকাশিত সকল পাঠ্যবই বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। নি:সন্দেহে শুভ উদ্যোগ। সে অনুযায়ী শিক্ষা মন্ত্রী মহোদয় বছরের প্রথম স্কুল খোলার দিন ( ২ জানুয়ারি ২০১০) বিভিন্ন স্কুলে নিজে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। বিভিন্ন টিভি চ্যানেলে সে দৃশ্য আমরা দেখেছি। পত্রপত্রিকায় সংবাদও দেখেছি।

ডেইলী স্টার খুব সুন্দর একটা আলাদা সংবাদ শিরোণামও করেছে- '' Nahid keeps his promise''। কিন্তু আমি এমনই এক দুর্ভাগা লোক বাস্তবে আমার দুই পুত্রের বই প্রাপ্তি নিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি ওই সংবাদের সাথে আমার অভিজ্ঞতা মিলছে না। আমার দুই পুত্রকে তাদের স্কুলে বেলা ১টা পর্যন্ত বসে থাকতে হয়েছ। শেষ পর্যন্ত মন্ত্রী এসে বই বিলিও করেছেন। সেদিন কপাল দোষে আমার দুই পুত্রের কারো ভাগে বই পড়েনি।

পরদিন ৩ জানু. আমার ৮ম শ্রেণী পড়ুয়া পুত্রের ভাগে ৭ বিষয়ের বই পড়েছে। আজ পেয়েছে ১টি। এর মধ্যে গণিত বই এখনো পায়নি। বাকী বই এখনো পায়নি সে। ৪র্থ শ্রেণী পড়ুয়া পুত্র প্রথম দুই দিনে কোন বই পায়নি।

আজ পেয়েছে দুটি বই। কবে বাকী বই পাবে স্কুল থেকে সেটা বলতে পারছে না। এই অনিশ্চয়তার প্রভাব পড়ছে বাচ্চাদের ওপর। দুই ছেলেই প্রথম দিন বই না পেয়ে মন খারাপ করেছে। কান্নাকাটিও করেছে।

এভাবে ভেঙ্গে ভেঙ্গে না করে প্রয়োজনে প্রস্তুতির জন্য সময় নিয়ে একবারে বই দিলে বেশী ভালো হতো বলে আমি মনে করি। তাহলে বাচ্চারা বই পাওয়া নিয়ে হয়রানীর শিকার হতো না। সরকারের কাছে অনুরোধ বিষয়টি সদয় বিবেচনার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.