আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষেন্দু মুখোপাধ্যায় + তসলিমা নাসরিনের ঝুলি থেকে!

e_echo@live.com

কবিতা, গল্প কিংবা উপন্যাসে কবি সাহিত্যিকেরা বিভিন্ন কাহিনী বা চরিত্রের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁদের নিজস্ব কিছু মতামত বা অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। সমস্ত জীবনের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে সৃষ্ট সেইসব অভিব্যক্তি থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। উপমহাদেশের কবি সাহিত্যিকদের যে সকল লেখা আমার পড়ার সৌভাগ্য হয়েছে সেগুলো থেকে পাওয়া কিছু অভিব্যক্তি আমি এই লেখনীতে উপস্থাপন করার দুঃসাহস দেখালাম। আশাকরি আপনাদের ভাল লাগবে। ....................০................... শীর্ষেন্দু মুখোপাধ্যায় শরীর ডাকল শরীরকে।

সে ডাক তো কোন নিয়ম মানেনা, নীতি কথা জানেনা। শরীর সর্বদাই গেঁয়ো, অন্ধ, বোবা, কালা। তা যদি না হত তাহলে পন্ডিতরা কখনও চরিত্রহীন হত না। - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (কীট)। মেয়েরা যখন ইমোশনের পাল্লায় পড়ে তখন অনেক বেশী ডেসপারেট হয়।

- শীর্ষেন্দু মুখোপাধ্যায়(জোড় বিজোড়)। যাকে বোকা, মুখ্যূ, নিরেট অন্তঃসারশুন্য, সস্তামার্কা বলে উড়িয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই, সে যদি আয়ের অংকে আমাকে ছাড়িয়ে বসে, তবে জ্বালা একটা আসবে বৈকি। - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (আকাংখিত ভালবাসা)। অতি বুদ্ধিমানেরা জনপ্রিয় হবেনা সেটা নিশ্চিত। - আকাংখিত ভালবাসা (শীর্ষেন্দু মুখোপাধ্যায়)।

জীবনের সব ক্ষেত্রেই একটা কেন্দ্রবিন্দু খাকা দরকার, একটা বিশ্বাসের স্থল। -শীর্ষেন্দু মুখোপাধ্যায় (দুরবীন)। দুঃখ হচ্ছে জীবনের একটা অলঙ্কার, যা জীবনকে শুদ্ধ করে, ঋদ্ধ করে। -শীর্ষেন্দু মুখোপাধ্যায় (দুরবীন)। স্মৃতি খারাপ জিনিস, শ্লথ করে দেয় মানুষকে, ব্যহত হয় গতি।

-শীর্ষেন্দু মুখোপাধ্যায় (দুরবীন)। ঘৃনা আর ভালবাসার দুরত্ব বুঝি বেশী নয়। মানুষের মনে তারা পাশাপাশি দুটি পাখির মত বাস করে। একজনকে ডাক দিলে অন্যজনও ডেকে ওঠে। - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ফেরা)।

সৎ বা অসৎ- মানুষ যাই হোক না কেন, জোরের সঙ্গে না হলে তার কোন মুল্য নেই। - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ফেরা)। তসলিমা নাসরিন যেদিকেই যেতে বল যাব, নিজেকে হারাব। কাছে এসো, একটিই শর্ত শুধু ভালবেসো। -তসলিমা নাসরিন (আমার মেয়েবেলা)।

প্রেম ভালোবাসা পুরুষের জন্য অস্ত্র, নারীকে দুর্বল করার। -তসলিমা নাসরিন (নারীর কোনও দেশ নেই)। কিছু কিছু ভালবাসা আছে, সম্পর্ক শেষ হয়ে গেলেও, থেকে যায়। - তসলিমা নাসরিন (উতল হাওয়া)। ধার্মিকেরা কি কখনও পারে বিধর্মীর সম্পদ লুট করে নিজের ধর্ম রক্ষা করতে? এতো আসলে ধার্মিকের কাজ নয়।

এ হচ্ছে গুন্ডা বদমাসের কাজ। - তসলিমা নাসরিন(লজ্জা)। আমার আগের পোষ্ট... একগুচ্ছ হুমায়ুন আহমেদ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.