রুবেল হোসেনের সেই দুঃস্বপ্নের ওভারটার কথা মনে আছে? গত বছর যে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিলাম? আর ব্যাটসম্যান মুরালিধরন হয়ে উঠেছিলেন মূর্তিমান এক আতঙ্ক। ২১ বলে ৩৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলে ফাইনালটা জিতে নিয়েছিল। সেই মুরালি এবার আসেনি। তবে শ্রীলঙ্কা কিন্তু আগের চেয়েও বেশি শক্তিশালী। কাল থেকে যে আইডিয়া কাপ তিনজাতি সিরিজ শুরু হচ্ছে সেটা কিন্ত এক অর্থে বাংলাদেশের জন্য একটা এসিড টেস্ট।
আসলেই আমরা কতটুকু এগিয়েছি সেটা প্রমাণ দেওয়ার এর চেয়ে বড় অগ্নিপরীক্ষা এর চেয়ে আর বড় কি হতে পারে সাকিব আল হাসানদের কাছে?
ভারতের কথা না হয় বাদই দিলাম। ওরা তো আমাদের চেয়ে এই মুহূর্তে যোজন যোজন এগিয়ে। শেবাগ, গম্ভীর, ধোনিরা আছেন চূড়ান্ত ফর্মে। আমার মনে হয় খেলাটা জমতো যদি শাহরিয়ার নাফীস আর আফতাবকে চূড়ান্ত একাদশে ঠাই দিত। কি জানি নির্বাচক রফিকুল আলম গংদের মনে কি আছে? তবে তারা এমন ভুল সিদ্ধান্ত নিয়ে কাজটা ভালো করল না।
আগামীকাল খেলা শুরু হবে বেলা আড়াইটায়। দেখা যাবে সুপার স্পোর্ট ৫ , নিও ক্রিকেট ও বিটিভিতে। সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইল....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।