অচেনার মাঝেও নিজেকে চেনার নিঁখুত অভিনয় করি
ব্লগ জগতে আমার পদচারণা। অন্য একটি ব্লগে রেজিস্টেশনের মাধ্যমে শুরু। ঐ ব্লগে বেশ কয়েকজনের মন্তব্য দেখতে পেলাম সামহোয়ার ব্লগের কথা। তখন পর্যন্ত সামহোয়ার ব্লগ চিনতাম না। একজনতো আমার পোস্টে সরাসরি জিজ্ঞেস করে বসল আমি সামহোয়াই য়ের বই পাগল কিনা।
আমি কমেন্ট পড়ি আর চিন্তায় পড়ি।
নেটে সামহোয়ার- এ সার্চ দিই। নির্মম ভাগ্য। যার কারণে পাওয়া হয় না।
আজ অন্য একজনের ফেসবুক থেকে পাওয়া গেলো অতি কাঙ্খিত ঠিকানা।
ঢুকতে পেরে অনেক বেশি ভাল লাগছে।
বিজয়তে আমার স্প্রিড মোটা মুটি ভালোই। এখানে সরাসরি বিজয় লেখার ব্যবস্থা আছে দেখে বেশ পুলকিত হচ্ছি। সবাই ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।