আমাদের কথা খুঁজে নিন

   

একটু উষ্ণতার জন্য -২ ///

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

পৌষের শেষ বেলা এসে বিছিয়ে দিয়ে যায় শীতল দমকা হাওয়া ; চমকিত রাজপথ সহসা ব্যস্ততায় মেতে ওঠে পর্যাপ্ত উষ্ণতার খোঁজে । কোকিলের তৃষ্ণার্ত ঠোঁট দুখানাও ভিজিয়ে নেয় স্বজাতির সুধায় ওদের কোন সমাজ নেই ,তাই নির্বিকার আলিঙ্গনে ওম বিনিময় করে । রাস্তার ধারে বাড়তে থাকা উলঙ্গ শিশু হয়তোবা ছেঁড়া ছালায় গা জড়িয়ে থাকে- মায়ের উষ্ণতা পাবে বলে । বৃদ্ধাশ্রমের ঠান্ডা রেলিং -এর শেষ প্রান্তে কেওবা আনমনে কামনা করে সন্তানের উষ্ণতা ; একসময় একটু ওমের আশায় যে তার বুকে মুখ ডুবিয়ে থাকতো । আজ লেপের আদরেই থিতিয়ে পড়া যৌবন ঢাকা পড়ে প্রকৃতির কঠিন নিয়মে । খোলা আকাশের নীচে খড় -কুটোর স্তূপ ; তাতে আগুনের শিখার নাচন ধরালেও প্রাপ্তি ঘটে সাময়িক কিছু উষ্ণতার । কিন্তু ব্যকুল প্রেয়সীর কাঁপতে থাকা নির্বাক অধর কেবল চাতকী হয়ে থাকে একটুখানি উষ্ণতার জন্য ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.