আমাদের কথা খুঁজে নিন

   

অপরাধীদের অভয়াশ্রমের দেশ ও নতুন নতুন আইনের কচকচানী

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

স্বাধীনতার এতো বছর পরও আজ আমাদের মাঝে উৎকণ্ঠার শেষ নেই। একটু স্বস্তির নিঃশ্বাষ ফেলার এখনও সুজোগ হয় নাই বাংলাদেশের মানুষের। খুন, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজী, অস্ত্রবাজীসহ সকল অপরাধ যেন পাল্লা দিয়েই যেন বেড়ে চলছে প্রতি নিয়ত। আমরা সবাই এর বিরুদ্ধে কথা বলি। কিন্তু বাস্তবে কিছুই পরিবর্তন নাই।

বরং বেড়েই চলছে অপরাধ। ভয়ংকর সব অপরাধ এখন সংগঠিত হচ্ছে আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত এই বাংলাদেশে। আমাদের অপরাধের চিত্র দেখে বিশ্ব বিবেক নরে উঠে। কিন্তু আমাদের কোন রেক্টিফাই নাই। দেশের কর্তা ব্যাক্তিরা সুন্দর সুন্দর কথা বলেন অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে।

এই করবো সেই করবো। কিন্তু বাস্তবে অপরাধীদের তারাই লালন করেন তাদের স্বার্থ হাসিলের আশায়। অপর দিকে কিছু দিন পর পর ঢাক ঢোল পিটিয়ে নতুন নতুন কঠর আইন তৈরী করা হয়। কয়েক দিন এই নিয়ে মিডিয়াতে চলে আমাদের সুশীল, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা ও এমপি-মন্ত্রীদের কথার ঝড়। কিছু দিন পর যেই লাউ সেই কদু।

আইন হয়। অপরাধ করে অপরাধীরা। আবার আইনের মাধ্যমেই ছাড়া পেয়ে যায় ভয়ংকর সব অপরাধীরা। এক সময় তৈরী করা হলো জন নিরাপত্তা আইন। অপরাধীদের ডিটেনশান দেয়ার ব্যবস্থা হলো।

কিন্তু অপরাধও কমেনি। অপরাধীরা সাজাও পায় না। এর পর রিমান্ড এলো রিমান্ড। র্যব গঠন করা হলো। ক্রস ফায়ার দেয়া হচ্ছে।

কিন্তু ফলাফল একই অপরাধ কমে না। অপরাধীরা সাজা পায় না। আর এই সকল আইন তৈরী করা হয় আসলে বিরোধী দলকে দমানোর জন্য অপরাধ রোধের জন্য নয়। এসিডের জন্য আইন, নারী নির্যাতন আইন, যৌতুক আইন করা হলো। কিন্তু এগুলো কমে নাই বরং চক্রকারে দিন দিন বেড়েই চলছে।

সরকার যায় সরকার আসে কোনই পারিবর্তন হয় না। সর্ব শেষ ইভ টিজিং নিয়েও ‍আইন হয়েছে। কিন্ত এর এর যথাযথ প্রয়োগ হবে কি না সেই সন্দেহ হতে আমরা মুক্ত নই। নতুন নতুন আইন করে কি লাভ যদি তার প্রয়োগ না থাকে। আসলে এগুলো আমাদের নেতাদের ভন্ডামি ছাড়া আর কিছুই না।

তারা আইন তৈরী করে আবার তারাই অপরাধীদের হেফাজত করে। নতুন আইন তৈরী করে শুধু চমক লাগানো আর পুলিশ, আইনজীবী ও বিচারকদের পকেট ভর্তি করার নতুন ক্ষেত্র তৈরী হয়। আর প্রতি পক্ষকে ঘায়েল করার জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.