ওম মাণি পেইমে হুম
Rang De Basanti, ২০০৬ এর বলিউড মুভি। এই সিনেমায় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। সেগুলোর ব্যপারে কিছু কথা বলি।
Luger P08
প্রথমেই আসি Luger P08 এর কথায়। আমির খান চন্দ্রশেখর আজাদের ভুমিকায় এই পিস্তলটি ব্যবহার করেন এই ছবিতে।
সিনেমায় দেখানো হয় চন্দ্রশেখর আজাদ Luger P08 নিয়ে বৃটিশ ইন্ডিয়ান পুলিশের বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু বাস্তবে তিনি COLT পিস্তল ব্যবহার করতেন যেটি ভারতের এলাহাবাদ মিউজিয়ামে রাখা আছে।
SMLE No.1 MkIII
সিনেমায় বৃটিশ ইন্ডিয়ান পুলিশের হাতে Ishapore 2A1 rifle দেখা যাচ্ছিল যা 50/60 এর দশকে তৈরি হত। আসল বৃটিশ ইন্ডিয়ান পুলিশ SMLE No.1 MkIII rifle ব্যবহার করত।
Beretta 92FS
মুভিতে আমির খান এই পিস্তল দিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করেন।
এছাড়া সিদ্ধার্থ নারায়ন এই একই পিস্তল দিয়ে নিজের বাবা কে গুলি মারেন।
Ishapore L1A1 SLR
রেডিও স্টেশনে অতুল কুলকর্নি যে বন্দুকটি সিকিউরিটি গার্ড এর থেকে ছিনিয়ে নেন সেটি ছিল Ishapore L1A1 SLR। তবে তিনি একটিও বুলেট খরচা করেন নি।
AKS-47
সিনেমার শেষ দিকে কোবরা কমান্ডো এসে আমির খান আর তার অন্য বন্ধুদের AKS-47 দিয়ে গুলি করে।
তথ্যসুত্র:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।