আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলা ও আমার সংগ্রহের (ব্লগারদের) বইগুলো

আপাতত ঘুরপাক খাচ্ছি! বইমেলায় শাহবাগ থেকে হেঁটে গিয়েছি। হাঁটার পথে কিছু দৃশ্য: টিএসসির সামনের আইল্যান্ডে "রাজু ভাস্কর্য"। বাংলা একাডেমীর সামনের রাস্তা। এবারে শুধু একাডেমীর ভিতরেই মেলা বসেছে। বাইরে কোন স্টল নেই।

এমনকি কোন চূড়ি ফিতার দোকানও নেই। বাংলা একাডেমীর মূলফটক সময়সূচী। এটা জেনে রাখা ভাল। আমি না জেনে সকাল বেলা একবার গিয়ে ফেরত এসেছি। বইমেলার ভিতরের দৃশ্য সংগ্রহ করা বইগুলো সম্পর্কে সম্যক ধারণা: বই মেলায় খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম।

এই স্বল্প সময়ে যে কয়টা বইয়ের নাম এবং ষ্টল মনে ছিল তা সংগ্রহ করেছি। এই বইগুলো বাদে সময়াভাবে অন্য কোন বই সংগ্রহের সুযোগ হয়নি। আশা রাখি আর একদিন গেলে বাকী ব্লগারদের বই সংগ্রহ করতে পারবো। সেই সাথে আরও ম্যালা বই বগলদাবা করতে পারবো। বইয়ের নামঃ সবুজ বোতাম এবং অন্যান্য বইয়ের ধরণঃ কবিতার বই।

কবিঃ মাহী ফ্লোরা। ত্রৈবিদ্য প্রকাশ। পাওয়া যাচ্ছেঃ গদ্যপদ্য (ষ্টল ২৭৭) বিনিময়ঃ ৯০ টাকা বইটির প্রচ্ছদ করেছেন চারুপিন্টু। সুন্দর সবুজ কাভারে মোড়া কতগুলো সবুজ কবিতা স্থান পেয়েছে বইটির ভিতর। এটা মাহী ফ্লোরার তৃতীয় কবিতার বই।

গত বইমেলায় দুটি বই বের হয়েছিল। ওনার কবিতা সম্পর্কে কবিতাপ্রেমী ব্লগারগণ বেশ ভাল অবগত আছেন। নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বইটিতে ২৬ টি শিরোনামে কবিতা স্থান পেয়েছে। এর মধ্যে চারটি গুচ্ছ কবিতা রয়েছে।

আশা করি কবিতাপ্রেমী পাঠকগণ বইটি সংগ্রহ করে কবির উৎসাহ বাড়িয়ে দিবেন। বইটি থেকে একটি কবিতা উঠিয়ে দিলাম। আমাকে এখানে রেখে গেছে আমাকে এখানে রেখে গেছে ফুল পাতা আঙ্গুর গাছ আমাকে এখানে ফেলে গেছে বাগানের ওপার থেকে আসা ছেলেটির ঘুড়ি। নদী আছে। অপেক্ষাও।

আমাকে এখানে রেখে গেছে সাহসী জলের সেই নৌকাখানা! আয়নার সুখ। সিঁথি চিরে মেঠো পথ ঘরের আঙিনা। জুড়ো ভাতে সুগন্ধী ধনে পাতা সবুজ মরিচ! পাতালের জল দিয়ে হাত মাখা ভাত। আমাকে এখানে রেখে গেছে ছেলেটার গোপন আঘাত! তিসি ফুল ফুটে গেছে ক্ষেতময়। দেশময় অস্থির ক্ষুধা! শীত, জরা জড়িয়ে ধরেছে বাল্যকাল।

আমি আছি স্বার্থের হাত ধরে। আমাকে এখানে ফেলে গেল ছেলেটির অবাধ প্রনয়! আটকে ফেলেছে সুতো পৌষের জাল। আমাকে এখানে ফেলে রেখে গেছে একা । কান্নার রূপ ধরে রস গন্ধ আর অলস সময়। আমাকে জড়িয়ে ধরে মেঘদের কষ! ছেলেটির মন।

নীল তারা অভিজিত। রাতের আঁধার! পরাধীন হয়ে আছি কত দিন কত ক্ষণ প্রহর এমন! আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুর লতা! আমাকে জড়িয়ে ধরো হে স্বাধীনতা। আমাকে জড়িয়ে ধরো হে স্বাধীনতা! বইয়ের নামঃ কফির পেয়ালায় নিশুতি রাত জাগে বইয়ের ধরণঃ কবিতার বই। কবিঃ সুলতানা শিরিন সাজি জাগৃতি প্রকাশনী, ষ্টল: ২২১, ২২২ বিনিময়ঃ ১৫০ টাকা বইটির প্রচ্ছদ করেছেন রবি খান। কালো প্রচ্ছদে সাদা এবং হলুদে আঁকা একটা পাখি অবয়ব।

সুন্দর মনকারা প্রচ্ছদের এই বইটিতে ৪১ টি কবিতা স্থান পেয়েছে। ওনার কবিতায় আলাদা একটা মাধূর্য্য আছে। যেটা পাঠকমাত্রই জানেন। প্রত্যেকটি কবিতায় এক একটি গল্প যেন বলেন উনি। আশা করি কবিতাপ্রেমী পাঠকগণ বইটি সংগ্রহ করবেন।

বইটি থেকে একটা কবিতা এখানে প্রকাশ করলাম। ঘাসফুল হয়ে যাই আমি! তোমার কথা ভাবলে আমি ঘাসফুল হয়ে যাই! কতটুকু আর্দ্রতা জমা থাকলে খেয়ালী মনের বারান্দায় ঝরে ভোরের বকুল সে কথা প্রিয়মুখ মানুষেরা জানে! তোমার অযুত নিযুত নি:শ্বাসের পাশে বসে মালা গাঁথি জোছনায়। দুচোখের তারায় ঘুম নেমে এলে তুমি এক একটা তারা ছুঁয়ে দেবে, এমন ইচ্ছে প্রায়ই হয়! সুরভিত সুরাসুরের সেই সময়ের জন্য চোখ বুজেঁ অপেক্ষায় থাকি! নীল জোছনার আকাশ থেকে পরীরা নেমে আসে, একদিন তুমিই তো বলেছিলে। নীল নীল ছায়ার আলোতে ভেসে যদি তুমি আসো! প্রার্থনার অভিলাষেও সেই তুমি! সেই আমি! ঘুম চোখ খুলে রোদ্দুরে নুয়ে থাকা ঘাসফুল দেখি! আমারই মতন নীরব নিথর! বুঝতে পারি তুমি এসেছিলে আমার অভিলাষ ছুঁয়ে দিতে! কাঠবিড়ালীর অস্থির চঞ্চলতা নিয়ে! বইয়ের নামঃ গল্প সমগ্র - ১ বইয়ের ধরণঃ গল্পের বই। লেখকঃ ইনকগনিটো শ্রাবণ প্রকাশনী, ষ্টল: ২০৬, ২০৭ বিনিময়ঃ ১৫০ টাকা বইটির প্রচ্ছদ গল্পকার নিজেই করেছেন।

কালো প্রচ্ছদে সাদা হরফে লেখা বইয়ের নাম এবং লেখকের নাম। এটি ইনকগনিটোর প্রথম বই। বইটিতে মোট ১২ টি গল্প স্থান পেয়েছে। ইনকগনিটোর গল্প সম্পর্কে পরিচয় করিয়ে দিবো না! উনার লেখা সম্পর্কে এখানকার পাঠকমাত্রই জানেন। চমৎকার লিখেন উনি।

আশা রাখি পাঠকগণ বইটি সংগ্রহ করবেন। বইয়ের নামঃ ১০০তম গল্প ও অদৃশ্য মানব বইয়ের ধরণঃ গল্পের বই। লেখকঃ স্বদেশ হাসনাইন শ্রাবণ প্রকাশনী, ষ্টল: ২০৬, ২০৭ বিনিময়ঃ ১৫০ টাকা বইটির প্রচ্ছদ করেছেন শারমীন হক সঙ্গীতা। সুন্দর প্রচ্ছদ। প্রচ্ছদে সম্ভবত লেখকের হস্তলেখা শোভা পাচ্ছে কিছুটা।

এটা ওনার তৃতীয় বই। গল্প হিসেবে প্রথম বই। বইটিতে মোট ১৭ টি গল্প আছে। উনার লেখা সম্পর্কে এখানকার পাঠকমাত্রই জানেন। চমৎকার গল্প/ কবিতা লিখেন উনি।

যথেষ্ট এনার্জিটিক এবং আইডিয়াবাজ লেখক। আশা রাখি পাঠকগণ বইটি সংগ্রহ করবেন। সর্বশেষ একটি সাহিত্য সাময়িকী: নামঃ সবুজ অঙ্গন লেখক/ কবিঃ পরিচিত এবং অপরিচিত অনেক ব্লগার/ লেখক/ কবি প্রতিভা প্রকাশ, ষ্টল: ৪১১, ৪১২ বিনিময়ঃ ৫০ টাকা (সামুতে ছবি আপলোডানো এখন অনেক ঝামেলার হয়ে গেছে। ১০ বার চেষ্ঠা করেও সবুজ অঙ্গনের ছবিটা দিতে পারলাম না ) ছবিঃ নিজস্ব এ্যালবাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।