SHADOW OF LOVE
বর্তমানে বাংলাদেশে চাকরি যেন সোনার হরিন।
আর এই সোনার হরিন ধরতে হলে চাই,প্রথমত: কাকা,মামা খালু আর দ্বিতীয়ত: অর্থ।
কিন্তু যারা মেধাবি গরীব বেকার তাদের উপায় কি?তারা লিখিত পরীক্ষায় উণ্তীর্ণ হওয়ার পর
সুন্দরভাবে মৌখিকপরীক্ষা দিয়েও এক বুক হতাশা নিয়ে বাড়ী ফিরছে।
এভাবে গরীব বেকারদের চাকরির বয়স এক সময় পার হয়ে যাচ্ছে।
বণ্চিত হচ্ছে তারা ন্যায্য অধিকার থেকে।
ফলে তারা সন্ত্রাশ,চাদাবজি,খুন,ডাকাতি,রাহাজানির মত
শত কু-কর্মের সাথে জড়িয়ে পড়েছে। ধ্বংস হয়ে যচ্ছে বহূ সম্ভাবনাময় জীবন।
তাই প্রশাসনের প্রতি আকুল আবেদন চাকরির ক্ষেত্রে বৈষম পরিবার করে প্রকৃতি মেধাবি বেকারদের
মূল্যায়ন করা হক। আর নির্দিষ্ট কোটা পূরণের পর উপযুক্ত চাকরি প্রাথীদের প্যানেলভুক্ত করে
রাখা হোক। যেন কোন মোবী বেকারের চাকরির বয়সা পার না হয়ে যায়।
অন্তত : তারা দু,বছর পরে চকরি পেলেও যেন মনকে একটা সান্তানা দিতে পারেও
খারাপ কাজের সাথে জড়িয়ে পড়তে না পারে।
আমাদের প্রত্যাশা সরকার ও সংশ্রিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন করে
দেশ ও জাতিকে ধংসের হাত থেকে রক্ষা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।