ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ অক্টোবর ২০১৩ থেকে শুরু হবে। ওইদিন ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘ক’ ইউনিটের ২৫ অক্টোবর, ‘খ’ ইউনিটের ৮ নভেম্বর, ‘গ’ ইউনিটের ১১ অক্টোবর ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
জনসংযোগ দপ্তরের পরিচালক আশরাফ আলী খান জানান, সভায় ‘চ’ ইউনিটের ডিন উপস্থিত না থাকায় ওই ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে ওই তারিখ জানানো হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।