অ্যালুমিনিয়াম কাঠামোর তৈরি স্মার্টফোন আসছে এক সময় এমন কথাই শুনেছেন সবাই। এবারে নকিয়া ফিচার ফোনেই অ্যালুমিনিয়াম কাঠামো আনতে যাচ্ছে। শিগগিরই ‘নকিয়া ৫১৫’ নামে একটি অ্যালুমিনিয়াম কাঠামোর ফিচার ফোন বাজারে আনবে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস।
নকিয়া ৫১৫ মডেলের মুঠোফোনটিতে থাকবে দুই দশমিক চার ইঞ্চি মাপের কিউভিজিএ ডিসপ্লে, যার রেজুলেশন হবে ২৪০ বাই ৩২০।
এক ও দুই সিম এ দুটি মডেলেই বাজারে আসবে নকিয়ার অ্যালুমিনিয়াম কাঠামো, দাগ প্রতিরোধী কর্নিং গ্লাসযুক্ত ফোনটি। এতে থাকবে ৬৪ মেগাবাইট র্যাম, ২৫৬ মেগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা। ফোনটি ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।
ফিচার ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এ ছাড়াও ব্লুটুথ, ইডিজিই, জিপিআরএস, মাইক্রোএসবি ও থ্রিজি সমর্থন করবে ফিচার ফোনটি।
তবে ফোনটিতে ওয়াই-ফাই থাকবে না। এটি মাইক্রো সিম ও সাধারণ সিমকার্ড সমর্থন করবে। ফেসবুক, টুইটারের মতো বেশ কিছু অ্যাপ্লিকেশন এতে বিল্ট ইন থাকবে।
১৫০ মার্কিন ডলার দামে এ মুঠোফোনটি সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে ছাড়তে পারে নকিয়া।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সম্প্রতি মুঠোফোনের বাজারে নতুন উদ্ভাবনী পণ্য আনার চেষ্টা করছে নকিয়া।
স্মার্টফোনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা ও মাপের লুমিয়া বাজারে ছাড়ার পর এবার ফিচার ফোনে নতুনত্ব আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।