ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়া ‘ব্যান্ডিট’ কোড নাম দিয়ে ছয় ইঞ্চি মাপের একটি উইন্ডোজ ফোন তৈরি করছে বলেই অনলাইনের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে খবর প্রকাশিত হয়েছে।
পূর্ণ হাই ডেফিনিশন ডিসপ্লে, ২০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত বড়মাপের এ পণ্যটির ব্যান্ডিট কোড নামটিকে সমর্থন করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
নকিয়া কর্তৃপক্ষ এ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করলেও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ট্যাবলেট বা স্মার্টফোনের বিভিন্ন সুবিধাযুক্ত হবে ৬ ইঞ্চি মাপের নকিয়ার ফ্যাবলেটটি।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট সংস্করণ ব্যবহার করে ব্যান্ডিট নামের ফ্যাবলেটটি পরীক্ষা করছে নকিয়া, যা কোয়াড কোরের প্রসেসর সমর্থন করবে।
শক্ত প্লাস্টিক বা পলিকার্বেনেটর কাঠামোর তৈরি ফ্যাবলেটটি হবে যথেষ্ট হালকা-পাতলা। ফ্যাবলেটটিকে নকিয়া তাদের জনপ্রিয় ‘লুমিয়া’ সিরিজে যুক্ত করতে পারে।
অবশ্য প্রতিষ্ঠানটি ফ্যাবলেটটির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।