এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
এক একটি রাত নিদ্রাবিহীন;
নরম কোম্বলে মুখ গুঁজে হাতড়ে ফিরি -
এক মুঠো উষ্ণতা ।
মধ্যরাতের নির্লজ্জ চন্দ্রিমা আলোয়
উত্তাপ নেই কোন -
সূর্যটা বুঝি আড়ি নিয়ে গ্যাছে দূর পশ্চিমায় ।
আরো বেশী হতভাগ্য ঐ কমলাপুরের নাম না জানা মা ,
সবাই ওকে সুরুজের মা বলেই জানে ;
কিন্তু সুরুজের বাবার নাম কেও জানে না।
খোলা জংশনে কতো সমর্থ পুরুষের অবাধ আনাগোনা -
একটু উষ্ণতা পাবার ব্যাপকতা ।
সুরুজের মা কি জানে কার বীর্য বৈভবে
উৎপাদিত এই নিষ্পাপ ফসল ?
এমন হাজার হাজার ভাগ্যহারা নারী
ভেসে যায় শহরের অলিতে -গোলিতে প্রতিদিন
হয়তো অপেখ্খা করে টগবগে উষ্ণতার ।
(চলবে .........)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।