ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সাফল্যের সাথে লংমার্চ সমাপ্ত হওয়ায় মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করে লংমার্চে সমর্থন ও সহযোগিতা প্রদানকারী সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনতা, প্রিন্ট ও ইলেক্ট্রনি´ মিডিয়াসহ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, সফল লংমার্চ প্রমাণ করে দেশবিরোধী যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ। তিনি বলেন, আমরা জাতীয় স্বার্থ রায় টিপাইমুখ অভিমূখে লংমার্চ করেছি। ভারতের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে এই লংমার্চ আন্দোলনের সূচনামাত্র।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্থ অুন্ন রাখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোন ত্যাগ শিকারে বদ্ধপরিকর।
লংমার্চ নেতা পীর সাহব চরমোনাই বলেন, লাখ লাখ জনতার অংশ গ্রহনে সফল লংমার্চ প্রমাণ করেছে এদেশবাসী টিপাইমুখ বাঁধ কোন ক্রমেই মেনে নিবে না।
লংমার্চ সফল করতে আইন শৃঙ্খলা রাকারী বাহিনী ও প্রশাসনের যেসব সদস্যরা সহযোগিতা করেছেন পীর সাহেব চরমোনাই তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আগামীতে যে কোন জাতীয় স্বার্থ সুরায় দল-মত, ধর্ম নির্বিশেষে জাতীয় ঐক্য কামনা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।