আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগস্পটে হেডার ইমেজ পরিবর্তন করুন

http://www.bdbooks24.co.cc/

আজকে আপানদের দেখাবো কি ভাবে ব্লগস্পটে হেডার ইমেজটি পরিবর্তন করবেন। এইজন্য নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করুন: ১। প্রথমে ব্লগস্পটে লগইন করুন। এরপর Layout থেকে Edit HTML এ যান। ২।

তারপর Download করুন "Download Full Template" এ কিল্ক করে। এরফলে আপনি কোনো কিছু ভুল করলে আবার তা ঠিক মত আপলোড করতে পারবেন। ৩। এরপর Key Board থেকে Ctrl + F প্রেস করুন। এরপর নির্দিষ্ট কোডটুকু বের করার জন্য টাইপ করুন "background:url"।

ফলে আপনি আপনার কাংখিত কোডটি পাবেন। ৪। তারপর background:url এরপরে ব্যাকেটের ভিতরের কোডটুকু কপি করুন Ctrl + C প্রেস করে। তারপর একটি নতুন ট্যাব খুলে Ctrl + V পেষ্ট করুন। এরফলে আপনি দেখতে পাবেন আগের ইমেজটি কোন জায়গায় হোস্টিং করা হয়েছে।

এটি হবে একটি ডিফল্ট ইমেজ। তাই এতে কোনো text থাকবে না। ৫। এরপর Right-click করুন এবং "Save Image as..." কিল্ক করে আপনার কম্পিউটারের কোন জায়গায় সেভ করে রাখুন। ৬।

এরপর যা করতে হবে তা হলো ইমেজের সাইজটি খেয়াল করুন। সে অনুযায়ী আপনার সাইটের কালারের সাথে মিল রেখে নতুন একটি হেডার ইমেজ বানাতে পারেন ফটোশপ বা ইলাস্ট্রেটরের সাহায্যে অথবা আগের ইমেজটাকে এডিট করতে হবে আপনার মত করে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এতে আপনার Background টা সাদা হতে হবে। এরপর এটি আপনার পিসিতে কোথাও Save করুন। ৭।

এরপরে আপনার ছবিটা কোথাও হোস্টিং করতে হবে। এজন্য আপনি আপনার পছন্দ মতো কোথাও ফ্রী হোস্টিং করতে পারেন। তবে আমার মতে আপনি LargeImageHost.com ফ্রী হোস্টিং করতে পারেন। এটি ১ জিবি পর্যন্ত Space দেবে। ৮।

এতে সাইন আপ করে আপনি আপনার ইমেজটি আপলোড করে নিন। এরপর ছবির রাইট বাটনে কিল্ক করে "copy image location" কপি করে নিন। ৯। এরপর আপনার ব্লগে ফিরে যান এবং আগের URL এর জায়গায় Ctrl + V পেস্ট করুন। ১০।

এরপর Save Template এ কিল্ক করুন। ১১। তারপর আপনার ব্লগটি টেস্ট করুন সমস্যা হলে মন্তব্য করে জানান। এটি প্রকাশিত হয়েছে এখানে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.