আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগস্পটে এডসেন্স কোড কোথায়/কিভাবে পেস্ট করব? সাহয্য করুন প্লিজ!!

isanur.blogspot.com
কয়েকদিন আগে ব্লগস্পটে একটা একাউন্ট খুলছি। একাউন্ট সাজানো মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন এডসেন্স বসাইতে চাই। কিন্তু কোথায় কোড বসাবো/পেস্ট করব? কিছুই বুঝতেছিনা। আগে শুনেছিলাম পেজ লেআউটে Add a Page Element নামে লিংক পাওয়া যাবে এবং ওখানে ক্লিক করলে একটি পপআপ উইন্ডোতে পেজ এলিমেন্ট গুলো দেখা যাবে।

ওখানে HTML/JavaScript নামে একটি অপশন নাকি দেখা যাবে। সবশেষে এডড টু ব্লগ বাটনে ক্লিক কর্তে হবে। কিন্তু Layout >Page Elements এ যাওয়র পর "Add a Page Element" নামে কোন লিংক দেখতে পাচ্ছি না। তবে Page Elements>Fonts and Colors >Edit HTML নামে একট অপশন দেখা যায়। ঐখানে কোড পেস্ট করলে এরার দেখা যায়।

আমার ব্যাক্তিগত ওয়েবসাইটে গতকাল গুগল এডসেন্স বসাইছি কোন সমস্যা ছাড়াই। কিন্তু ব্লগস্পটে পারতেছিনা । অভিজ্ঞরা একটু পরামর্শ দিন প্লিজ। আমার ব্লগস্পট এড্রেস: http://isanur.blogspot.com আমার ওয়েবসাইট : http://www.isanur.co.cc আমার তৈরি একটি ওয়েব ডিরেক্টরি: http://www.webaddress.co.cc
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.