যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম
আমরা অনেকেই ওয়েবসাইট বানাতে চাই। কিন্তু সাধ এবং সাধ্যের মধ্যে না থাকাতে অনেকের ইচ্ছা থাকা সত্বেও ওয়েবসাইট বানাতে পারি না। যদিও এখন আমাদের দেশে খুব অল্প টাকায় ওয়েবসাইট বানানো যায়, কিন্তু সস্তার কি অবস্থা তা আমার মত ভুক্তভোগীরাই জানেন। বেশ কিছুদিন আগে আমি এক কোম্পানীর পত্রিকার বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করি একটা ওয়েবসাইট বানানোর জন্য। তারা যে টাকায় আমারে অফার দিল তাতে আমি খুশি মনেই রাজি হয়ে গেলাম।
তারপর কিছু টাকাও দিলাম। কিন্তু আমার ওয়েবসাইট আর আলোর মুখ দেখে নি। অনেক চেষ্টা করে টাকার পরিমান বাড়িয়েও আমার পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানাতে পারি নি। অবশেষে হাল ছেড়ে দিয়ে খুঁজতে লাগলাম ইন্টারনেটে কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। ইন্টারনেটে অনেকগুলো সাইট আছে যেগুলোতে ফ্রি ওয়েব সাইট বানানো যায়।
সুযোগ সুবিধা দেখে কয়েকটিতে ওয়েবসাইট বানালাম। কিন্তু এখানেও সমস্যা। কয়েক মাস যেথে না যেথেই এগুলো বন্ধ হয়ে যায়।
পরে একজনের কাছ থেকে জানতে পারলাম "ব্লগস্পটে (Blogspot)" কিছু কাজ জানা থাকলে মোটামুটি পূর্ণাঙ্গ একটি সাইট বানানো যায়। এবং "ব্লগস্পটে (Blogspot)" এর সাইট সহজে বন্ধ হয়ে যায় না।
তাই সেই মোতাবেক কাজ শুরু করলাম। প্রথমে ভাবতাম "ব্লগস্পটে (Blogspot)" মনে হয় একপৃষ্টার বেশী পেইজ তৈরি করা যায় না। কিন্তু কাজ করতে গিয়ে দেখি যেভাবে ইচ্ছে সেভাবেই নিজের ইচ্ছে মত এখানে পেইজ তৈরি করার সুযোগ আছে। আমার সাইটটি এখন মোটামুটি দাড় করিয়েছি। আশা করি আরো কিছু কন্টেন্ট যোগ করার পর সম্পূর্ণ ফ্রিতেই আমি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ব্যবহার করতে পারবো।
যদি কেউ সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানাতে চান তাহলে "ব্লগস্পটে (Blogspot)" এ বানাতে পারবেন। আপনার যদি "এইচটিএমল" "মারকিউ" কোড জানা থাকে তাহলে নিজে নিজেই আপনার সাইটটিকে আরো আকর্শনীয় করে তুলতে পারবেন।
আরেকটি বিশেষ সুবিধা হল, "ব্লগস্পটে (Blogspot)" এ বানানো সাইট "গুগল এডসেন্স" জন্য আবেদন করা যায়।
যদি আপনাদের কেউ "ব্লগস্পটে (Blogspot)" ফ্রি ওয়েবসাইট বানাতে চান এবং কোন প্রকার সহযোগিতার প্রয়োজন মনে করেন তাহলে খোলা মনে যোগাযোগ করতে পারেন।
আমার সাইটটি ভিজিট করে সহজে অনুমান করতে পারবেন ফ্রি হলেও কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে।
View this link
*** "ব্লগস্পটে (Blogspot)" ফ্রি ওয়েবসাইট বানানোর কিছু প্রাথমিক নিয়ম-কানুন আমি আমার পরবর্তী পোষ্টে তুলে ধরব আশা রাখছি।
****: যারা "ব্লগস্পটে (Blogspot)" আগেই অভিজ্ঞ, তারা যদি ভালো কোনো টিপস জানেন, তাহলে জানালে উপকৃত হব। কিংবা আমার সাইটে কি কি ভূল আছে, আর কি কি সংযোজন-বিয়োজন করতে পারি তাও জানালে উপকৃত হব। আমার সাইটটি এখানে ক্লিক করে দেখতে পারবেন ।
অনুরোধ : যারা "ব্লগস্পটে (Blogspot)" বেশী জ্ঞানী, তাহারা বাজে মন্তব্য করে নিরোৎসাহিত করবেন না, প্লীজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।