নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন কুড়িগ্রাম শিল্পকলা একাডেমীতে রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৭৫টি আলোকবর্তিকা জ্বালিয়ে এবং কেক কেটে জন্মউৎসবের উদ্বোধন করেন কবির ছোটভাই সৈয়দ আজিজুল হক, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, আইনজীবি সমিতির সভাপতি কেএস আলী আহমেদ। আলোচনা ও স্মৃতিচারণ করেন পিপি এডভোকেট আব্রাহাম লিংকন, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, শিক্ষাবিদ মো: শাহাবুদ্দিন, সামিউল হক নান্টু, জীবিকা পরিচালক মানিক চৌধুরী প্রমূখ। আলোচনা ও স্মৃতিচারণের মাঝে কবির লেখা কবিতা আবৃত্তি করেন ইউসুফ আলমগীর ও সালাউদ্দিন বাচ্চু। এছাড়া সংগীত পরিবেশন করেন শিলু, রাশেদুজ্জামান বাবু, প্রতিমা চৌধুরী, সুব্রতা রায়, সফিকুল ইসলাম সফি, সন্ধ্যা চৌধুরী প্রমূখ।
তথ্যসুত্র : Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।