সামাজিক যোগাযোগে জনপ্রিয় সাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিশ্বের সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন।
সম্প্রতি উইয়ার্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টারনেট ডটঅর্গ নামের অলাভজনক প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মার্ক।
প্রকল্পটির উদ্দেশ্য, সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন তিনি।
ইন্টারনেট ডটঅর্গ প্রকল্পটিতে জুকারবার্গের সঙ্গে আছে এরিকসন, নোকিয়া, স্যামসাং এবং কোয়ালকমের মতো একাধিক প্রতিষ্ঠান। শুরুতে মেসেজ, উইকিপিডিয়া, সার্চ ইঞ্জিন, সোশাল নেটওয়ার্ক এবং আবহাওয়া পূর্বাভাসের মতো সেবাগুলো বিনামূল্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে ফেইসবুক প্রতিষ্ঠাতার।
জুকারবার্গের মতে, সীমিত ব্যবহারের মাধ্যমে হলেও ইন্টারনেট জগতের নতুন দ্বার উন্মোচিত হবে গ্রাহকের কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।