বিজ্ঞানের জগতে নতুন চমক এবার মানব মস্তিষ্ক তৈরি হয়েছে ল্যাবরেটরিতে। সম্প্রতি অস্ট্রেলিয়া একাডেমি অব সায়েন্সের একদল বিজ্ঞানী টেস্টটিউবে মানব মস্তিষ্কের ক্ষুদ্র সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে মানুষের স্নায়বিক বিভিন্ন রোগ নির্ণয়ে তারা সাফল হবেন।
নয় সপ্তাহ বয়সী একটি ভ্রুণ উন্নয়নের এক পর্যায়ে মটরদানা আকৃতির এই মস্তিষ্কটি তৈরি করতে সক্ষম হয়েছেন তারা। অবশ্য কৃত্রিম এ মস্তিষ্কটি কোনো কিছু চিন্তা করতে অক্ষম। তবে বিজ্ঞানীরা বলছেন, এরইমধ্যে তারা অটিজম, সিজোফ্রেনিয়ার মতো বিভিন্ন রোগ নির্ণয়ে এ পদ্ধতি কাজে লাগাচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।