আমাদের কথা খুঁজে নিন

   

সুখবর! "New Year 2010” বাংলাদেশে দুইবার উদযাপিত হতে পারে. . .

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

বাংলাদেশ সরকার বাংলাদেশের জন্য সুখবর বয়ে নিয়ে আসলো। ঘড়ির কাটাকে আবারো তারা পেছনে নিয়ে গেলো। ভালই হলো, সাধারন মানুষের আর বলার সুযোগ রইলো না, ডিজিটাল নাকি এনালগ? এই ডিজিটাল টাইম আর এনালগ টাইম নিয়ে দেশে কতো যে কি হলো। সরকার তো মানুষকে অজান্তেই ফ্রি ফ্রি কিছু বিনোদন দিয়ে গেলো! দেশের অনেক জায়গাতেই অনেক মানুষ সরকারের সিদ্ধান্তকে মেনে না নিয়ে আগের সময় অনুসরন করেছে! অনেক বাসাতে দুটো সময়ই অনুসরন করা হয়েছে। আমি কয়েকজনকে জিগগেস করেছিলাম যে আপনারা কেনো নতুন সময় মানছেন না।

তারা বেশ হাস্যকর জবাব দিয়েছেলো। তারা বিএনপির সমর্থক তাই তারা এই সরকারের সিদ্ধান্তকে মানবেনা! হা হা হা, ব্যপারটা বেশ হাস্যকর। তারা আওয়ামীলিগ কে সমর্থন করেন না, তাই তারা আওয়ামী সরকারের সিদ্ধান্তকেও সমর্থন করবেন না! তারা কখনোই ভাবে না যে সিদ্ধান্তটা পজিটিভ নাকি নেগেটিভ! তারা শুধু চিনতে চায় যে সিদ্ধান্তটা আওয়ামী’র নাকি বিএনপি’র! এদেরকেই বলা হয় চোখ থাকতেও অন্ধ ভক্ত। ডিজিটাল এনালগ নিয়ে সমস্যা সৃষ্টি করেছিলো তারাই। এবার বাংলাদেশে “New Year 2010” উদযাপন করা হবে কয়টায়? রাত ১২টায় নাকি রাত ১ টায়।

নাকি একবার বারোটায় একবার একটায়? নাকি একেক জায়গায় একেক রকম? তবে সমস্যা যে একটা হবে তা বোঝা যাচ্ছে. . . মনে হচ্ছে এবারের “New Year” টা একটু ভিন্নরকম উত্তেজনায় কাটবে. . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.