আমাদের কথা খুঁজে নিন

   

সাদা কালি



আমি সাদা কালি টেনে মুছে ফেলি বারংবার তোমার মুখ, চিবুকের ছোট ভাজ এবং অহংকারের আড়ালে লুকোনো লোভের কারুকাজ। অথচ ইচ্ছে ছিলো এই লোভ, সাধের ইস্পাতে ফালি ফালি জোছনায় ঢেলে মেশাবো সহসা পালাবো এক নিস্তরঙ্গ মুক্তির সাধারন ঘরে, েযখানে স্বপ্নেরা দুঃস্বপ্নের থেকে ঝরে। তুমিও পালাও। অভাবে মানুষ মেশায় কিছু কিছু খরিদ স্বপ্নের সাথে পুরনো কষ্টের ছোট ছোট নেশাগ্রস্ত সন্ধ্যা, তুমিও মেশাও- লোভের নির্ণয়ে পালাবার কালে যাপিত জীবন, গাড়ীর পেট্রল, তাপানুকুলতা,এয়ার ফ্রেশনার, সমুদ্রপারে বৃষ্টিময় সন্ধ্যা, রাত্রির বশ্যতায় শরীর, এবং শরীরের উপগত কিছু কিছু জরুরী অসুখ। তবুও মেশেনি।

ডুবে যাবো ভেবে কতবার ডুবেছি বোতলের তলানিতে। খুজে জেরবার কোন এক রমণী’র সাহসী সুলুকে। তবুও ডোবেনি। বিনিদ্র এক ডাহুক আজো তাই বিরহ মানেনা। সাদাকালি টেনে মুছে দেই তোমার মুখ এবং চিবুক বারংবার, দীর্ঘ অস্পষ্ট যতি- ছোট হয়ে আসা শুন্যতায় শুধু হাহাকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.