আমাদের কথা খুঁজে নিন

   

জীবন্ত শহীদ…. সংশপ্তক (উৎসর্গ: আনু মুহাম্মদ স্যারকে)



আমি নিস্তব্ধ মূর্তিমান, প্রতিবাদী রাজু ভাস্কর স্বাধীনতার স্মৃতি, বিরত্বগাথা স্বোস্পার্জিত স্বাধীনতা কিংবা ভাষা শহীদের স্মৃতিমূর্তি অমর একুশে নই; আমাকে শুধু মুখে শ্রদ্ধা করবে ,অন্তরে থাকবে কূটিলতা আমি জীবন্ত উদ্বিপ্ত কন্ঠস্বর জলন্ত অগ্নিগিরি.... জীবন্ত শহীদ.... মাথা নত না করা সংশপ্তক ॥ আমি ১৯৪০ সালের শেরে বাংলা এ কে ফজলুল হক আমি ’৪৭ সালের মুহাম্মদ আলী জিন্নাহ ’৫২র রফিক, জব্বার, সালাম, বরকত আমি ’৬৯র আসাদ... ’৭১র মুক্তিযোদ্ধা.... আমি গণতন্ত্রের প্রতিক ’৯০র নূর মোহাম্মাদ আমি ২০০৯ সালের রাজপথে পুলিশের মার খাওয়া আনু মুহাম্মদ ॥ আমিতো ক্ষ্যান্ত হয়নি কখনও বিশ্রামও নেইনি কখনও আমি জলন্ত অগ্নিগিরি.... জীবন্ত শহীদ.... মাথা নত না করা সংশপ্তক ॥ আমি আমাকে বাজি রেখেছি নিজের জন্য আমার মাটির জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি আমি আমার মাটিকে চাই আমি আমার মাকে চাই আমার জনগণের মত করে আমি ক্ষ্যান্ত হয়নি হবোনা কোন দিন মুক্ত করবো আমি আমাকে সব ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করবো আমি আমার মাটিকে আমি জলন্ত অগ্নিগিরি.... জীবন্ত শহীদ.... মাথা নত না করা সংশপ্তক ॥ (০৩.০৯.২০০৯)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।