আমার এই পথ চাওয়াতেই আনন্দ............
নতুন ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ১৪ লাখ বেশি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবার ছবিসহ ভোটার তালিকায় সারাদেশে নিবন্ধিত হয়েছেন আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯। আর নারীর সংখ্যা চার কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন।
আগের নির্বাচনের সময়ের চেয়ে এবার নারী ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ লাখ।
আর পুরুষ ভোটার বেড়েছে মাত্র ১৩ লাখ।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ১৪ লাখ ১৩ হাজার ৬০০ বেশি। আগের আটটি সংসদ নির্বাচনে কখনোই এমনটি হয়নি।
মিহির সারওয়ার জানান, সংসদ নির্বাচনের জন্য ৩৫ হাজার ২১৬টি ভোটকেন্দ্র এবং এক লাখ ৭৭ হাজার ১০৭টি ভোটকক্ষ ঠিক করা হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণের জন্য পাঁচ লাখ ৬৬ হাজার ৫৩৭ জন কর্মকর্তা নিয়োগ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানান, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল তিন কোটি ৫২ লাখ পাঁচ হাজার ৬৪২ জন। এর মধ্যে নারী ও পুরুষ ভোটার কত ছিল সে তথ্য কমিশনের কাছে নেই।
১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার তিন কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ২৩৯ জনের মধ্যে নারী ছিল এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৫২২ জন। পুরুষ ভোটার ছিল দুই কোটি ৩৪ হাজার ৭১৭ জন।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল চার কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৯৭৯।
এর মধ্যে নারী ভোটার দুই কোটি ২৩ লাখ ৮৯ হাজার ৮৯৩ জন এবং পুরুষ ভোটার ছিল দুই কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৯৯৩ জন।
এস এম আসাদুজ্জামান জানান, ১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনে মোট ভোটার চার কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৮২৯ জনের মধ্যে নারী ভোটার ছিল দুই ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন। পুরুষ ভোটার ছিল দুই কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন।
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ছয় কোটি ২০ লাখ ৮১ হাজার ৭৯৩। এর মধ্যে নারী ভোটার দুই কোটি ৯০ লাখ ৪১ হাজার ৩৬ জন এবং পুরুষ ছিলেন তিন কোটি ৩০ লাখ ৪০ হাজার ৭৫৭ জন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল পাঁচ কোটি ৬৭ লাখ দুই হাজার ৪২২ জন।
একই বছর ১২ জুনে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে নারী ভোটার ছিল দুই কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪১ জন। পুরুষ ভোটার ছিল দুই কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৯৯৪ জন।
এছাড়া, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল সাত কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৩৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ছিল তিন কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন।
আর পুরুষ ভোটার ছিল তিন কোটি ৮৫ লাখ ৩০ হাজার ৪১৪ জন।
তথ্যসূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।