সরসিজ আলীম_এর কবিতা
গন্ধ গড়ানো
যে মানুষটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ,
যে মানুষটা দাঁড়িয়ে আছে একটা বিজ্ঞাপনী বোর্ডের সামনে,
যে মানুষটা মূগ্ধ চোখে দেখছে কেবল
প্রিয়াঙ্কা চোপড়ার বক্ষদেশ;
তাকে ডেকে জিজ্ঞেস করো, এসো তাহাকে জিজ্ঞেস করি:
নারীর বুকের মো-মো যে গন্ধখানি
সারারাত গড়ায় সারঘর গড়ায়,
আর তাহার নারীর তাহার ঘরে গড়ায় কিনা প্রতিরাতে!
মানুষটা বলছে শোন হায় মানুষটা বলছে শোন:
মাঝেমধ্যেই সে তাহার পুরাতন প্রেমিকার ঘরে যায়,
পুরাতন প্রেমিকার ঘরে রাত্রিযাপন করে!
প্রতিরাতের আপন খবর সে বলতে পারবে না,
প্রতিরাতের ঘরের খবর সে বলতে পারে না!
যে মানুষটা বোকাসোকা কামুক পুরুষ,
যে মানুষটা বেহায়ার মতো তাকিয়ে আছে মেয়েদের দিকে,
যে মানুষটা নিতম্বের দিকে তাকিয়ে দেখছে হংসীগমন;
তাকে ডেকে জিজ্ঞেস করো, এসো তাহাকে জিজ্ঞেস করি:
তাহার ঘরের নারীর খবর, আর প্রতিরাতে গন্ধ গড়ানো!
বোকাসোকা বলছে শোন হায় মানুষটা বলছে শোন:
মাঝেমধ্যে সেক্সগার্লদের নিয়ে পাঁচতারা হোটেলে যায়,
মাঝেমধ্যে সেক্সগার্লদের নিয়ে রাত্রিযাপন করে!
প্রতিরাতের ঘরের খবর সে বলতে পারে না,
প্রতিরাতের আপন খবর সে বলতে পারবে না!
যে মানুষটা উদ্ভ্রান্ত পত্রিকার স্টলে মোড়ের উপর দাঁড়ায়,
যে মানুষটা খুব একাকী চুপিচুপি পর্ণকাগজ খুঁজিতেছে,
যে মানুষটা ভিষণরকম খুশি এখন
ঐশ্বরিয়া বচ্চনের পর্ণগ্রাফি হাতে পেয়ে;
তাকে ডেকে জিজ্ঞেস করো, এসো তাহাকে জিজ্ঞেস করি:
তাহার ঘরের নারীর খবর, আর প্রতিরাতে গন্ধ গড়ানো!
উদ্ভ্রান্ত বলছে শোন হায় মানুষটা বলছে শোন:
প্রিয়তমা স্ত্রী তাহার গতরাতে ঘরে ফেরেনি,
মাঝেমধ্যেই রাতে রাতে ঘরে ফেরে না!
প্রতিরাতের ঘরের খবর সে বলতে পারে না,
প্রতিরাতের আপন খবর সে বলতে পারবে না!
২১.১২.২০০৯, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।