সব কিছু সহজ করে ভাবতে চাই
শেষ আশ্রয়
আমি যুদ্ধ করি একটুকরো জমির জন্য
আমি হন্য হয়ে ঘুরি অর্থের সন্ধানে ,
আমি জ্ঞানহীন হয়ে পড়ি নিজরে র্স্বাথরক্ষায়
কখোনো ভাবা হয়নি পারবো কি রাখতে এসব ?
কেবা জানে মৃত্যুর পরে আমায় করবে সমাহিত
অচিন বা ভিন্ন দেশে ।
পারব কি তখন আমি অর্জিত সম্পদ নিয়ে যেতে
সামান্য সাড়ে তিন হাত মাটির নিচে ?
পারব কি তখন দেখাতে আমার বীলাসীতা
ঐ ছোট্র আধার ঘরখানাতে ।
রব শুয়ে নীরবে-কেবা আসে যায়
চারদিকে জড় করা মানুষ আর আপন মুখ গুলো ;
থাকবেনা কেহ আর আমারই পাশে ।
জীবনরে হিসেব নিকেশ করব তখন;
আধার ঘরে শুয়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।