গেরিলা কথাবার্তা
গতকালকে সকালেই ব্যাপারটি লক্ষ্য করলাম। চট্টগ্রামের চকবাজার এলাকায় সব সময় যে কাগজওয়ালার থেকে পত্রিকা কিনি, তার কাছে গিয়ে একটি আমার দেশ পত্রিকা খুঁজলাম। সে চটের নীচ থেকে ভাঁজ করা পত্রিকাটির একটি কপি দিল, চারপাশ ভাল মত তাকিয়ে। দেখলাম পত্রিকাটি ডিসপ্লেতে নেই। কেন নেই সে প্রশ্নটি করতে সে কোন উত্তর দিতে রাজি হল না।
তবে বলল পত্রিকাটি ডিসপ্লেতে না থাকলেও প্রায় সব কপি শেষ হয়ে যাচ্ছে। আজকে সকালেও দেখলাম কয়েকটা দোকান ঘুরে। কোত্থাও আমার দেশ পত্রিকা ডিসপ্লেতে নেই। বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ নেত্রী হাসিনা ও তাঁর পুত্র জয়কে নিয়ে দুর্নীতির রিপোর্ট ছাপানোর পর থেকেই আমার দেশ পত্রিকা, এর সম্পাদক, রিপোর্টার সবাইকে নানান রকম হুমকি ধমকি দেওয়া হচ্ছে। রিপোর্টারের উপরে হামলা হয়েছে।
এক্ষেত্রে কি মরহুম শেখ মুজিবুর রহমান এর ফ্যাসিস্ট সরকারের মত কিছু আজ্ঞাবহ পত্রিকা রেখে আর সব গণ মাধ্যম, এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়ার দিকেই এগুচ্ছে আওয়ামীলীগ সরকার? এরই অংশ হিশেবে পত্রিকার হকারদের উপরও কি নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে কোনভাবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।