আমাদের কথা খুঁজে নিন

   

গর্ভধারণ করলেই কোর্ট মার্শাল!

বন্ধুদের নিয়ে বাঁচি

উত্তর ইরাকে কর্মরত যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা মেজর জেনারেল অ্যান্থনি কুকোলো সেনাবাহিনীর কোনো নারী সদস্যের গর্ভধারণকে অপরাধ হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছেন। তাঁর অধীনে কর্মরত কোনো নারী সেনাসদস্য সন্তানসম্ভবা হলে সামরিক আদালতে (কোর্ট মার্শাল) তাঁর বিচার হবে। পাশাপাশি গর্ভধারণের জন্য দায়ী পুরুষেরও একইভাবে বিচার হবে। বর্তমান সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সন্তানসম্ভবা সৈন্যদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মেজর জেনারেল অ্যান্থনি জানান, এতে করে তিনি দক্ষ সৈন্যদের হারাচ্ছেন।

এ কারণেই কোর্ট মার্শাল প্রয়োজন বলে তিনি মনে করেন। এই নতুন নিয়ম নারী-পুরুষ উভয় সেনাসদস্যের জন্য প্রযোজ্য। এমনকি তাঁরা বিবাহিত হলেও এই নিয়ম প্রযোজ্য। এ প্রথমবারের মতো গর্ভধারণকে মার্কিন সেনাবাহিনীতে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। অ্যান্থনি বলেন, ‘আমি আগামী ১২ মাস তাঁদের (সৈন্যদের) পুরোপুরি শক্তিশালী ও সুস্থ-সবল অবস্থায় আমার সঙ্গে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

এটি আমার কাছে একটি লিখিত নিয়ম। খবর প্রথম আলোর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.