আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলে গর্ভধারণ এবং সন্তান প্রসব কি নিরাপদ?

রহস্য

সবারই জানা আছে আগামী ১০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে বসতি গাড়ছে। কিন্তু এখন প্রশ্ন হল মানুষের পক্ষে কি মঙ্গলে সন্তান ধারণ কিংবা প্রসব করা সম্ভব? সন্তান জন্ম দিতে গেলে কি মাকে কোন বড় ধরণের শারীরিক ক্ষতির মুখোমুখি হতে হবে?

undefined গত ২২শে এপ্রিল ‘মার্স ওয়ান’ মঙ্গলে যেতে আগ্রহীদের কাছ থেকে আবেদন পত্র গ্রহণ করা শুরু করেছে। প্রথম যাত্রার পর প্রতি ২ বছরে নতুন নতুন মানুষ পৌঁছাতে থাকবে মঙ্গলে। যারা যেতে আগ্রহী তাদের অনেকেই একটা প্রশ্ন জোরেসুরে তুলছেন আর সেটা হল তারা মঙ্গলে নিজেদের পরিবার গঠন করতে পারবে কিনা। সোজা কথায় মঙ্গলে বংশবৃদ্ধি করা সম্ভব কিনা।

ডাক্তাররা বলছেন তারা জানেন না কম গ্র্যাভিটির(পৃvoid(0);থিবীর গ্র্যাভিটির ৩৪ শতাংশ) মঙ্গলে সন্তান ধারণ এবং প্রসব সম্ভব কিনা। তারা এটাও জানেন না পৃথিবীকে সুরক্ষিত করে রাখা বায়ুমণ্ডলের বাইরে ক্ষতিকারক রশ্মি এড়িয়ে মায়ের পেটে মানব শিশুর বেড়ে উঠা কতটা নিরাপদ।

এ প্রসঙ্গে মার্স ওয়ান’এর প্রধান চিকিৎসা কর্মকর্তা নবার্ট ক্রাফট বলেন, “আমরা প্রথমেই অবশ্যই কিছু পশু দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করব, দেখব মঙ্গলে তাদের গর্ভধারণ এবং সন্তান প্রসব কতটুকু নিরাপদ। আর সেই ফলাফল থেকেvoid(0); আমরা মানুষের ব্যাপারটা যাচাই করব। ”

হয়ত সেই দিনটা খুব দূরে নয় যখন ‘মার্স ওয়ান’ কিংবা এরই মত অন্য কোন প্রতিষ্ঠান টিনেজারদের নিয়ে যাবে দূর ঐ লাল গ্রহে।


তথ্যসূত্রঃ স্পেস ডট কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.