আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের কোচের চোখে শিরোপা-স্বপ্ন

বৃহস্পতিবার কাঠমান্ডুর পুলিশ লাইন মাঠে ভারতের অনুশীলন শেষে তিনি বলেন, “এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। তবে কাজটা সহজ হবে না। আমরা খুবই কঠিন গ্রুপে পড়েছি। আমাদের গ্রুপের প্রতিটি দলই শক্তিশালী। ” “শিরোপা জয়ের পথে আমরা পাঁচটি ম্যাচই জিততে চাই।

তবে প্রতিটি ম্যাচই খুব কঠিন হবে। আমাদের গ্রুপটাও তো একটা মৃত্যুকূপ। ” বাংলাদেশ দল সম্পর্কে কুভারমান্স বলেন, “বাংলাদেশ দল সম্পর্কে আমি বেশি কিছু জানি না। তবে তারা অবশ্যই শক্ত প্রতিপক্ষ। প্রত্যেক দলের প্রতিই আমার অগাধ শ্রদ্ধা।

” বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফের মতো তিনিও নেদারল্যান্ডসের মানুষ। ডি ক্রুইফের সঙ্গে পরিচয়ও আছে নেদারল্যান্ডসের ১৯৮৮ ইউরো জয়ী দলের সদস্য কুভারমান্সের। তিনি জানান, “আমি যখন কোচিং ইন্সট্রাক্টর ছিলাম, তখন আমার অধীনে ডি ক্রুইফ ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করেছিলেন। তখন থেকেই আমি তাকে চিনি। তাছাড়া একই দেশের ফুটবল কোচ বলে এমনিতেই তাকে চেনার কথা।

” বাংলাদেশের কোচের প্রতি শুভ কামনা জানিয়ে কুভারমান্স বলেন, “আশা করি তার অধীনে বাংলাদেশ ভালো করবে। ডি ক্রুইফ ভালো কোচ। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.