বিজয়ের ৩৮তম বার্ষিকীতে উৎসবের মধ্যেই একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে জোরালোভাবে। সরকার উদ্যোগ নিলেও বিচার শুরুতে যেন দেরি না হয়, সে প্রত্যাশাই করছে দেশবাসী।
"আমরাও চাই, বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হোক। এ দেশের মানুষ ন্যায় বিচার পাক। একাত্তর ও এর পরবর্তী সব হত্যাকাণ্ডের বিচার হোক।
কিন্তু কেন এই বিচার হচ্ছে না। সেই ব্রিটিশ আমল থেকে শুনে আসছি যুদ্ধঅপরাধীর বিচার চাই। কেন তা হচ্ছে না? আমরা আর পুরনো কাসুন্দি শুনতে চাই না। চাই দ্রুত এর বিচার এবং এর সমাধান।
এটাই হোক আমাদের বিজয় দিবসের অঙ্গীকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।