সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বিএনপি। গতকাল দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, এ জন্য সরকারকে চরম মাশুল দিতে হবে। সরকার বাংলাদেশের ইতিহাস থেকে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নাম মুছে ফেলতে চায় অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সব স্থাপনার নাম তুলে দিয়ে তাদের নিজেদের নাম বসাতে চায়। তারা বাংলাদেশের নামটিই বদলিয়ে ফেলবে কি-না এখন এ প্রশ্ন দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্য দেন।
আরও বক্তব্য রাখেন স্থ্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, হান্নান শাহ, নজরুল ইসলাম খান প্রমুখ।
দেলোয়ার অভিযোগ করেন, সারাদেশে জিয়া ও খালেদা জিয়ার ম্যুরাল ভাঙা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের নাম মুছে ফেলা হচ্ছে। কিন্তু নাম মুছে ফেললেও জিয়ার আদর্শ বুকে ধারণ করে মানুষ সামনে অগ্রসর হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না।
ইতিহাসেই শেখ মুজিব ও জিয়ার অবদান নির্ধারণ করা আছে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন তাদের ঘিরে ফেলেছে। এ বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। যারা সুবিধাবাদী এবং দুর্নীতিপরায়ণ তারা কখনও দল ও দেশের জন্য কিছুই করতে পারে না।
দেলোয়ার বলেন, যুদ্ধে প্রতিবেশী একটি দেশ বিশেষ উদ্দেশ্যে বাংলাদেশকে সহায়তা করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর তারা তাদের অনুগত সরকারকে ক্ষমতায় আনতে চেয়েছিল। যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আজ নানাভাবে তা প্রশ্নের সম্মুখীন।
তিনি বলেন, \'আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সুম্পর্ক রাখতে চাই। আমাদের দেশের সাম্প্রদায়িকতার নানা কল্পকাহিনী বললেও ভারতেই সবচেয়ে বেশি বর্ণবৈষম্য ও সাম্প্রদায়িকতা বিরাজমান।
সেক্যুলারিজমের চর্চা ভারতে নেই। আমাদের দেশেও একটি দল মুখে সেক্যুলারিজমের কথা বলে কিন্তু তা পালন করে না। \'
তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৩৮ বছরেও বিতর্কের ঊধর্ে্ব মুক্তিযোদ্ধাদের একটিও তালিকা করা যায়নি। জাতীয় পোশাক নির্ধারণ করাও সম্ভব হয়নি। বিএনপিতে কোনো স্ব্বাধীনতাবিরোধী নেই, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল।
স্বাধীনতার পর রক্ষীবাহিনীর মাধ্যমে বিচারবহির্ভূত ৩২ হাজার হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে তার বিচার চান তরিকুল ইসলাম।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএনপি ছাড়াও বিভিন্ন দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে।
সুত্র সমকাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।