তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...
আজকের এই গৌরবময় দিনে আমরা বাংলাদেশিদের অনেক অনেক চাওয়া আছে সরকারের কাছে, রাজনৈতিকদের কাছে...
সরকারকে আজ খুব বলতে ইচ্ছা করছে-
স্বাধীনতাকে চিনুন, বিজয়কে উপলব্ধি করুন। রাজনীতির নামে প্রতিহিংসার “মনুষ্যগেমস” খেলার জন্য ত্রিশ লাখ মানুষ বুকের রক্ত দেয়নি। ক্ষমতায় বসে দেশের বারোটা বাজানোর অধিকারও দেশবাসী আপনাদের দেয়নি। দয়া করে দেশের সম্পদ নিয়ে, দেশের মান ইজ্জত নিয়ে খেলবেন না।
আজ বিজয় দিবস, অথচ- গতকালও ঢাকার বুকে পাকিস্তানের পতাকা উড়েছে!!! বাংলাদেশের পতাকা তখন নেতিয়ে সেটার নীচে পড়ে ছিলো!!! কেনো…?? প্রশাসন গদিতে বসে কিসের বাল ছিঁড়ে? যুদ্ধাপরাধী কুত্তাদের বিচার হয়না কেন? কিভাবে তারা মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার নামে বিজয় নিয়ে ফাজলামী করার ধৃষ্টতা দেখায়?? আরো অনেক কিছু বলার আছে আমাদের আম জনতার। চোখ কান খোলা রেখে মানুষের কথা শুনুন… বুঝতে চেষ্টা করুন মানুষের হৃদয়ের আকুতি…
রাজনীতিবীদদের বলছি-
নোংরামী ছেড়ে দিন। বিজয়ের চেতনায় নিজেদের ভিতরের পশুদের মানুষ বানান। আপনাদের উপর জাতির যে ক্ষোভ একটু একটু করে জমা হচ্ছে, তা যে দিন বিক্ষোভ হয়ে প্রকাশ পাবে, সেদিন পালানোরও পথ পাবেন না… সুতরাং সাবধান!!! সত্য ও সুন্দরকে ভালোবেসে দেশের সেবা করে যান…
না হলে জাতি কিন্তু ছাড়বেনা আপনাদের… কিছুতেই ছাড়বেনা…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।