আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন নতুন কালচার?

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

কাল ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমরা একটি স্বাধীন দেশ, নিজের একটি মাতৃভূমি। কিন্তু বিজয়ের আনন্দ উদযাপনের এ কোন ধরণের সংস্কৃতি? দুপুরে কয়েকদল ছেলে এসেছিল বাসায় কয়েকদফায়, 'বিজয় দিবসের সিন্নি'র জন্য টাকা/চাল চায়। কিছু দেইনি, কারণ ছেলেগুলার চেহারা বলছিল, বখাটে। সন্ধা থেকে শুরু হয়েছে বিজয়ের(!) আনন্দ উৎসব! গত তিন ঘন্টায় কানে একটি বাংলা গানও বাজেনি, সব হিন্দি গান, নতুন সিনেমাগুলোরই হবে বোধহয়।

দুবার আযান দিয়েছে-নো ব্রেক। সন্ধার পর আমাদের ড্রাইভার এসে খবর দিল, বাসার কাছেই এরকম এক আয়োজনস্হল থেকে পুলিশ মদসহ ৭জনকে গ্রেফতার করে নিয়ে গেছে। কিন্তু গানের তো কোন শেষ দেখছিনা। বাকি গ্রুপগুলো রাতে আরো কি করবে কে জানে? ছোটবেলায় আমরাও করেছি বিজয় দিবসের উৎসব, আলোকসজ্জা, আলোচনা অনুষ্ঠান, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, ইত্যাদি, চাদা তুলিনি কখনো, যার যার বাসা থেকে টাকা নিয়ে করতাম, আমাদের সময় আশেপাশে যারা করত বেশিরভাগই এভাবে করত, চাদা তুললেও মুটামুটি সবাই দিত, কারণ বখাটেদের কখনো দেখিনি এসব অনুষ্ঠানের আয়োজনে। বিজয়ের আনন্দ মানেই কি এসব বেল্লেলপনা/দলবদ্ধ মাতলামি/ফুল ভলিউমে হিন্দি গান বাজানো? অনন্ত একটা দিন লোক দেখানো হলেও কি বাংলা গানগুলো বাজানো যায়না? আমাদের পূর্বপুরুষেরা এজন্য দেশ স্বাধীন করতে জানপ্রাণ দিয়ে লড়েছিল? কাল যদি রাজাকাররা উর্দূ গান বাজায় তাহলে কি এই বিজয়ী সেনারা(!) টের পাবে? ব্লগেও দেখলাম এক শিবিরসেনাকে বিজয় দিবস উপলক্ষে শিবিরের পথশিশুদের খাওয়ানোর অনুষ্ঠানে সাহায্য করতে আহবান জানাতে।

কে করবে এসবের প্রতিবাদ? কেন আমাদের এই মানসিকতাগুলো পরিবর্তন হয়না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.