আমাদের কথা খুঁজে নিন

   

একটা বিটকালি মার্কা রিংটোন

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। আজ বনশ্রী থেকে মহাখালি আসার সময় বাসে উঠে বসার পর রামপুরা থেকে একটা মেয়ে বাসে উঠে আমার পাশে এসে বসলো... দেখে বুঝলাম, এ মেয়ে বড়জোর ক্লাস ৯/১০ এ পড়তে পারে... এর বেশী কেউ কল্লা কাইট্টা দিয়া বললেও বিশ্বাস করবো না... এরপর তার লাগাতার ফোন কনভার্সন থেকে বুঝলাম এ যুগের "আপু সমাজের" কেউ কেউ কতটা এগিয়ে গেছে !!!! - হ্যাঁ শুনো, আমি বাসে উঠে গেছি... আসতেছি।। তুমি দাড়াও... ( ওপার থেকে কিছু একটা বলেছে) - না না, একাই আসতেছি।। আর ২০ মিনিট লাগবে সর্বোচ্চ.....আর একটু ওয়েট করো প্লিজ ... (হটাত মোবাইল খানা চক্ষের সামনে ধরিয়া) ... এই তুমি লাইন কাটো... তাড়াতাড়ি... বাসা থেকে ফোন দিছে... যাক বাবা, মনে করলাম-পরিবারের অনেক বাঁধা ধরা মেনে মনের মানুষের সাথে একটু দেখা করতে যাচ্ছে... ভালা মাইয়া... এরপরের কনভার্সন শুনিয়া কান গরম হইয়া গেলো... - এই, হটাত ফোন দিলা যে?? কৈ তুমি? - (ওপার থেকে মেবি) কৈ তুমি? - আমি তো প্রাইভেট এ যাচ্ছি... তোমাকে বলেছিলাম না, আজ থেকে প্রাইভেট শুরু হবে... সব বান্ধবীরাও আসতেছে... -( ওপার থেকে সম্ভবত দেখা করার অনুরোধ ) - আরে না না, মাথা খারাপ?? আজ সম্ভব না... বান্ধবিরা আছে।। আর শুনো, তুমি এখন আর ফোন দিও না, স্যারের সামনে ফোন ধরতে পারবো না...... (কিছু খাজুইরা ও পারিবারিক আলাপের পর ফোন রাখা...) যাক বাবা মনে করলাম, এখানেই মনে হয় খ্যান্ত দিছে... ৫ মিনিট পর একটা বিটকালি মার্কা রিংটোনে আমার আধা ঝিমানু ঘুম ভেঙ্গে গেলো... কিশোরী হাসি মুখে ফোন রিসিভ করলো...আবার নতুন অতিথি...অতপরের কাহিনি সংক্ষেপেই লিখছি- - প্রাইভেটে যাচ্ছি... ওখানে ২ ঘণ্টার মতো লাগবে..... না তুমি আসতে হবে না... আমি ৭টার দিকে অমুক রেস্টুরেন্টে আসবো... তুমি অপেক্ষা কইরো... আরে না, না... পাগল হইছো তুমি?? আমাকে ৯ টার মধ্যে বাসায় যেতে হবে...না বাবা, সম্ভব না... তাহলে থাক আজ দেখা করা দরকার নেই... অবশেষে ওপারের মানুষের অনেক অনুনয়- বিনয়ে হয়তো ৭টায় দেখা করতে রাজি হয়েছে... ৯ টা পর্যন্ত থাকার শর্তে... এর মধ্যে বাস মহাখালি এসে গেলো... জানিনা, মেয়েটি কোথায় নামবে কিংবা জানা হয়নি, এরপর নতুন করে আর কেউ ফোন দিয়েছিলো কিনা !!! এটাও জানা যায়নি, রামপুরাতে বাসে উঠার আগে কারো সাথে স্পেশাল মিটিং ছিল কিনা... তবে আজকালকার "আপু সমাজের" কিছু কিছু আপুর অগ্রযাত্রা যাত্রা দেখে থানণ্ডারড হয়ে যেতে হয়... ঘটনাটা চিন্তা করতেছি, আর মাথা হ্যাং হয়ে জাচ্ছিলো...এই হ্যাং মাথা নিয়েই মহাখালির ব্যাস্ত রাস্তা পার হচ্ছিলাম...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.