তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
শীতের সন্ধ্যায় কাটছে সময় একা একা বসে,
হীম শীতল শূণ্যতা ঘিরেছে আমায় কাছে এসে।
তোমার আমার কথা ছিলো কাছে থাকার এই সময়ে,
কথাটা তো যায়নি রাখা সময় ঠিকই যাচ্ছে বয়ে…
জীবন কি এমনই আমাদের দূরে দূরে রাখবে,
রেখে আসা সময়গুলো কি দু:খ হয়েই থাকবে…
শীতের সন্ধ্যায় ঘিরেছে আমায় অবাক শূণ্যতা,
ভেবে ভেবে তোমাকে হৃদয়পুরে নির্জন মৌনতা।
কোনোভাবেই কি প্রিয়, তোমাকে আর যাবেনা পাওয়া,
এমনি করেই কি আসছে ঘনিয়ে আমার হারিয়ে যাওয়া…
জীবন কি এমনই আমাদের দূরে দূরে রাখবে,
রেখে আসা দিনগুলো কি দু:খ হয়েই থাকবে…
শীতের সন্ধ্যায় এলোমেলো খুব বিরহী এ মন,
ইচ্ছেগুলো বন্দিশালায়- এ কেমন জীবন!
সময়ই শুধু খেলে গেলো, পড়ে রইলাম ভাগ্যের হাতে,
কিছুই আমার করা হলোনা, হারালাম মহাকালের স্রোতে…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।