তুমি কোন কাননের ফুল গো....
আমি বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি। বৈশাখী তে কাজ করছি শুরু থেকেই। বর্তমানে কুমিল্লাতে একটি কুচক্রি মহল আমার ইমেজ ক্ষুন্ন করা ও অফিসে আমাকে হেও করার জন্য কুমিল্লা থেকে নামে বেনামে বৈশাখী টিভিতে বিভিন্ন ফুটেজ পাঠাচ্ছে। শুধু বৈশাখীতে নয়,চক্রটি চ্যানেল ওয়ান,আরটিভি ও বাংলাভিশনে ফুটেজ পাঠায়। যে মেইল এড্রেস থেকে টেলিভিশনের ডেস্কে ফুটেজ পাঠায়- ।
এই মেইল এড্রেসটি কার এবং কোথায় থেকে মেইলগুলো পাঠায় তাদের কিভাবে জানতে পারবো সে ব্যাপারে সামহয়ারইন ব্লগের টেকি এক্সপার্টদের সহযোগিতা চাই। ইতিমধ্যে আমরা ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা কুমিল্লা সদর থানায় একটি জিডি করেছি।
দীর্ঘদিন কাজ করার পর যখন বৈশাখীতে একটি অবস্থান তৈরী হয়েছে তখন চক্রটি সক্রিয় হয়ে পড়েছে। এদিকে এই ফুটেজ এর কারনে আমার অফিসের লোকজন প্রায়ই আমাদের বিভিন্ন প্রশ্ন করে যা আমার জন্য বিব্রতকর। দীর্ঘ ৪ বছর কাজ করার পরও যদি আমাকে নানা কথা শুনতে হয় তখন সত্যি সত্যি খুব খারাপ লাগে।
কুমিল্লাতে ২০০৬ সালে জেএমবির কুমিল্লাতে ট্রেজেডি হয়েছিল আমি আমার একান্ত চেষ্টায় বৈশাখীতে ৩৮ মিনিটের একটি ফুটেজ পাঠিয়েছিলাম যা অন্যান্য টিভিতে সম্ভব হয়নাই। সেই দিন থেকে বৈশাখী টিভি সবার কাছে নতুন ভাবে পরিচিত হয়েছিল। সেদিন এই ফুটেজ বৈশাখীতে দিতে গিয়ে আমি ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে ছিনতাইকারীর হাতে সর্বত্র হারিয়ে পেলিয়েছিলাম ,ছিনতাই কারীদের কাছে অনুনয় বিনয় করে শুধু ফুটেজ টা রাখতে পেরেছিলাম। কিন্তু যখন আমার এই ত্যাগের কারনে বৈশাখী টিভির মাধ্যমে দেশ তথা বিদেশের কোটি কোটি দর্শক জেএমবির ফুটেজ টি দেখেছিল তখন আমার চোখে পানি এসেছিল এই ভেবে যে, কিছু হারালে কিছু পাওয়া যায়। সেই বৈশাখীতে যদি আমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য কোন মহল করে তাহলে কেমন লাগে ..................................,,,,?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।