বাংলাদেশ -------লিমিটেড। বাংলাদেশের প্রথমসারির একটি ইন্টারনেট সার্ভিস প্রভাইডার কম্পানি। আমাকে গত ৯/১০/২০০৯ তারিখে Junior Executive পদের জন্য ভাইভা দিতে কল করে। আমি যথাসময়ে সেখানে উপস্থিথ । আমি একটা ছোট কম্পানিতে চাকরি করি।
সেখান থেকে ১ ঘন্টা ছুটি নিয়ে ভাইভা দিতে গেছি। গিয়ে দেখি আমাকে ২০ তা প্রস্ন দিয়ে বলে উত্তর দিন, এবং রিটেন ভাল হলে ভাইভা নিব। সেখানে বসে ছিলাম, পরে ভাইভা দেবার জন্য ডাকলো। ভাইভা ভালই দিলাম। দেরি করে ফিরে এসে আমার বসের কাছে যথারিতি ঝাড়ি খেলাম।
তাও মেনে নিলাম যদি চাক্ রিটা হয়। গত ২৯/১১/২০০৯ তারিখ উক্ত কম্পানি থেকে ফোন আসলো যে, আগামী ৩১/১০/২০০৯ তারিখ আসেন। আমি আবার ছুটি নিয়া গেলাম ১২ টার সময় (আমার ভাইভার সময় ছিল ১২ টা)। গিয়ে ত আকাশ থেকে পরলাম। টোটাল ২৫ জনের লাইন।
ঘটনা জানতে পারলাম সবাই ভাইভা দিতে এসেছে। তাহলে আমাকে ২য় বার ডাকার মানে কি ?? যখন এসে পরেছি ভাইভায় কি বলে শুনে যাই। বসে থাকতে থাকতে ৩ টা বাজলো ভাইভা আর শেষ হইনা, আমার অফিস থেকে বারবার ফোন আসছে। খারাপ লাগছে তবুও থাকতে হচ্ছে। বড় কথা, আমাকে ভাইভা যা প্রস্ন করে তা শুনে মাথা খারাপ।
আমাকে জিগাই আপনার বাসা কোথায়, আমি বললাম রাজশাহী। এতেই তারা রেগে গেল। আমাকে বলে রাজশাহীর ভাষা ও মানুস সবাই খারাপ। তারা উচ্চারন করতে পারেনা। আমি বললাম আমি কথা বলার জন্য নিবেন না কাজের জন্য? আপনি আমাকে এই কথা বলার জন্য ডেকেছেন? আপনি আমাকে যা কায দিবেন তা করে দিব।
আর আমি কখন শুনিনি অফিস এ কেও আঞ্চলিক ভাষাই কথা বলে আর আমিও বলিনি। রাজশাহি বলতেই আই অবস্তা!!!! অই অফিস থেকে যখন বের হলাম তখন ৪ টা বাজে। আপনারাই বলেন আমার কি করার ছিল । রাজশাহীবাসি একটু আওয়াজ দিন ...। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।