শূন্য থেকে পৃথিবীর জন্ম
সমাজে শূন্য সংখায় নিম্ন
মরণ প্রেম তাও শুরু শুন্যে
বন্ধন ছিড়ে প্রেম যখন যায় চলে
রেখে যায় শূন্য বুকে
্রস্রষ্টা কে পেতে হলে
শুরুটাও শূন্য থেকে
অংকে ভালো হলে কি হবে
এক এর পর দুটো শূন্য লাগবেই
ভুগলে শূন্য পেলে কি বা হবে
আবারও শুরুটা হবে শুন্যে
সফলতার সিঁড়ি শুরুটা শুন্যে
র্যোগ বিয়গ করে কি বা হবে
দেহটা যখন মিশে যাবে মাটিতে
শুরু বা শেষটাও শুন্যে
জীবনে শূন্য পেলে কি বা হবে
শূন্য ছাড়া কুল নাইরে
শুন্যে শুরু শুন্যে শেষ
মেরাথন দৌড় দিয়ে কি হবে
ফিরতে হবে শুন্যে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।