আমাদের কথা খুঁজে নিন

   

বেগম রোকেয়া সাখাওয়াতকে নিয়ে লিখাগুলি'র সংকলন



গতকাল আমার জন্মস্থান রংপুরের যেই মানুষটির জন্যে আমি আমৃত্যু গর্ববোধ করে যাব সেই মানুষটি, যিনি বাংগালী জাতিকে এগিয়ে দিয়েছেন ১০০ বছর সেই মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী দু'টোই ছিল..... উনাকে নিয়ে অনেক ব্লগার অনেক লিখা দিয়েছেন...... আমি সবগুলো এক পোস্টে সংকলিত করার চেষ্টা করলাম..... কোনটা বাদ গেলে একটু জানাবেন.... তালিকাটি নিম্নরূপ: বেগম রোকেয়া দিবস থেকে আন্তর্জাতিক নারী দিবস - একান্ত কথা বেগম রোকেয়া - লাঞ্ছনা গঞ্জনাই ছিল যাঁর প্রাপ্তি - লেখাজোকা শামীম বেগম রোকেয়া : বিকল্প জ্বালানীর স্বপ্নদ্রষ্টা ? - এ.টি.এম.মোস্তফা কামাল আজ রোকেয়া দিবস: শ্রদ্ধায় অবনমিত জাতি - আহমদ আবদুল হালিম ফটো ব্লগ-আজ বেগম রোকেয়া দিবস - মুনীর উদ্দীন শামীম নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন - সৈয়দ আমিরুজ্জামান বেগম রোকেয়া : একজন মহিয়াসী নারীর কথা - শাওন উনাকে নিয়ে উইকিপিডিয়া নিবন্ধের লিংক: রোকেয়া সাখাওয়াত হোসেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।