আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকারের ধ্বজাধারী বলে পরিচিত পশ্চিমা দেশগুলোর মানবাধিকার চর্চা দেখুন



115 arrested in international child porn swoop Vienna/The Hague (dpa) - A police operation involving 19 countries has led to the arrest of 115 people suspected of swapping child pornography images online, the Europol police agency said Thursday. Investigators identified five children aged between 4 and 12 as victims of sexual crimes in different countries. The operation was launched in 2007 when two suspects were identified in Austria, and spread across Europe and to Canada, with a total of 221 suspects identified, Austrian police said. The last arrest was made as late as November, Europol spokesman Soren Pedersen said in The Hague, without identifying the specific country. When Austria police found that an Austrian website was misused to share child pornography, the agency passed on data of the site s international users to Europol, the EU police agency. Police searched houses in Austria, Belgium, Britain, Bulgaria, Canada, Denmark, France, Germany, Hungary, Lithuania, Luxembourg, Malta, the Netherlands, Poland, Romania, Slovakia, Slovenia, Spain, and Switzerland. ওপরে ডিপিএ থেকে নেয়া যে খবরটি সন্নিবেশিত করেছি তা সারকথা হচ্ছে- ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে শিশু পর্নোগ্রাফির সাথে জড়িত ১১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশু পর্নোগ্রাফি সেক্স ওয়ার্কার বা যৌন কর্মি টাইপের একটি পরিশিলিত শব্দ। এর কার্যকর অর্থ হচ্ছে শিশুদের ওপর বলাৎকার চালিয়ে তা ক্যামেরায় ধারণ করে অর্থ উপার্জন করা। এই খবরে ঐ শিশুদের বয়স ৪ থেকে ১২ বলে উল্লেখ করা হয়েছে। আপনাদের কারো যদি নিজের মেয়ে থাকে বা আশেপাশে ৪ বছরের কোন মেয়ে দেখে থাকেন তবে বলুন পাশবিকতার কতখানি নীচুতে নেমে গেলে মানুষের পক্ষে এরকম মেয়ের ওপর বলাৎকার চালানো সম্ভব! এই পশ্চিমা দেশগুলোই বাংলাদেশকে মানবাধিকারের দরস দিতে আসে। দেশগুলির নাম বাংলায় তুলে ধরছি - অস্ট্রিয়া, বেলজিয়াম, বৃটেন(রাণীমাতার দেশ), বুলগেরিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানী, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইজারল্যান্ড(অধিকাংশ মানবাধিকার ঘোষণা এই দেশে হয়েছে এবং জাতিসংঘের ইউরোপীয় অধিকাংশ সদর দপ্তর এই দেশে অবস্থিত) সবগুলো সাদা চামড়ার মানুষের দেশ। আসুন আমরা ওদেরকে ঘৃনা করতে শিখি ওদের কাছ থেকে মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার শিক্ষা গ্রহণের হীনমন্যতা পরিহার করি আমরা বাঙ্গালি। আমরা আমাদের মতো করে আমাদের দেশ চালাবো। পশ্চিমারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক কথা বললেই ওদের টুটি চেপে ধরতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.