গতকাল অফিস থেকে ফিরলাম। তখন সাড়ে আটটা বাজে। তাড়াতাড়ি টিভি খুললাম। বাংলাদেশ শ্রীলংকা ফুটবল ম্যাচ। বিকেলে খবর পেয়েছি যে, প্রথম ম্যাচে পাকিস্তান ভূটানকে ৭-০ গোলে হারিয়েছে।
তাই টেনশন। শ্রীলংকার সাথে হেরে গেলেই বাংলাদেশ বাদ।
তো, সাড়ে আটটার সময় বিটিভি খুললাম। শেষ পনের মিনিটের মতো খেলা বাকী। স্কোর কতো জানা দরকার।
শুনলাম সেই বিখ্যাত জাফর উল্লাহ শরাফতের কন্ঠ। উনি বলছিলেন আরোপিত গম্ভীর কন্ঠে, খেলার ফলাফল বাংলাদেশ ১, শ্রীলংকা ১। টেনশন আরো বেড়ে গেল। হঠাত বাংলাদেশের মিঠুন একটা গোল করলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। জাফর শরাফত বলে উঠেন, কিন্তু না , অফ সাইড সংক্রান্ত বিধিবিধান ভঙ্গের কারণে গোলটি বাতিল ঘোষিত হলো।
বুঝলাম বাংলাদেশ এর জীবন্ত কিংবদন্তী ধারাভাষ্যকার এর ধারাভাষ্যে গত দশ বছরেও কোনো ক্রিয়েটিভিটির ছোয়া পড়েনি। বস্তাপচা কথাবার্তা এখনও গেলাচ্ছেন তিনি।
সবচেয়ে মজার বিষয়, হঠাত করেই তিনি বলে উঠলেন, খেলা ফলাফল বাংলাদেশ ২, শ্রীলংকা ১। অথচ কোনো গোল কিন্তু হয়নি। তার মানে তিনি সম্ভবত গাজার নেশার ঘোরে ছিলেন।
তাই বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে গেলেও তিনি নেশার ঘোরে ১-১ বলে দর্শকদের বিভ্রান্ত এবং যারা ফলাফল জানতেন তাদের বিরক্ত করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।